ই-পেপার মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন

রতন বালো
২৫ মে ২০২৪, ১১:০৮

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। বিশেষ করে এ সময় যাত্রী নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে চালানো হবে ১০ জোড়া বিশেষ ট্রেন। বিশেষ এই ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে। পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচলা করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।

আগামী ২ জুন বিক্রি হতে পারে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেয়া হতে পারে ১৪ জুনের, ৫ জুন দেয়া হতে পারে ১৫ জুনের এবং ৬ জুন দেয়া হতে পারে ১৬ জুনের অগ্রিম টিকিট। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব দেয়া হয়েছে। ছুটির কথা বিবেচনা করে আগাম টিকিট বিক্রির দিনক্ষণ চূড়ান্ত করবে রেলপথ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ে ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ঈদ যাত্রার ব্যবস্থাপনা সুষ্ঠু করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সভাতেই অগ্রিম টিকিট বিক্রির দিন নির্ধারণ নিয়ে আলোচনা হয়। গত ঈদুল ফিতরের আগে একই রকম বৈঠক হয়েছিল। কিন্তু গণমাধ্যমে টিকিট বিক্রির আগাম তারিখ রেলওয়ের সংবাদ সম্মেলনের আগেই প্রকাশ হওয়ায় দিনক্ষণ পরিবর্তন করা হয়।

জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। যাত্রার দিন ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্টেশনের কাউন্টার থেকে এসব টিকিট পাওয়া যাবে।

ঈদের আগের পাঁচ দিনে ১০ লাখ মানুষ ট্রেনে ভ্রমণ করবে। ট্রেনে ঈদ যাত্রা এবং ঈদের অগ্রিম টিকিটসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আগামী সোমবার সংবাদ সম্মেলন করা হতে পারে। রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, বৈঠকে যাত্রী নিরাপত্তা ও ঈদ যাত্রায় রেলের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, ট্রেনে ঈদ যাত্রা এবং ঈদের অগ্রিম টিকিটসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং এই সিদ্ধান্ত আগামী সোমবার সংবাদ সম্মেলন করা হতে পারে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

বৃহত্তম উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে এ সময় ঘরমুখো মানুষের ভিড় বাড়ে। ফলে যানবাহনের সংকটও বাড়ে। সেই সংকট মোকাবিলায় প্রতি বছরই সরকার নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকে। এবারে সেই উদ্যোগের সঙ্গে যোগ হয়েছে বিশেষ ট্রেন চালানোর পদক্ষেপ। যাত্রীর চাপ সামালাতে ৬৫টি কোচ বাড়তি যোগ করার কথাও জানায় রেল কর্তৃপক্ষ।

৬৫টি কোচের মধ্যে পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৪০টি এমজি এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৮টি বিজি যাত্রীবাহী কোচ সার্ভিসের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল থেকে ১০২টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাড়তি কোচ সংযোগ দেয়ার ফলে প্রতিদিন দুই লাখ ৬০ হাজার থেকে দুই লাখ ৬৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে বলে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান। তিনি বলেন, এবার ঈদে কাউন্টার থেকে অনলাইনে টিকিট বিক্রি নিশ্চিত করা হয়েছে। এর যেন ব্যত্যয় না ঘটে সেদিকে কঠোর নজরদারির কথাও নিশ্চিত করলেন রেলপথমন্ত্রী।

রেলপথ মন্ত্রীর ভাষায়, টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতা নেয়া হবে। যারা টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানালেন রেলপথ মন্ত্রী।

এ ছাড়া চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

রেলওয়ে সূত্র বলছে, দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন সিডিউল অক্ষুণ্ন্ন রাখার স্বার্থে রেলপথ পেট্টোলিংয়ের ব্যবস্থা করা হবে। রেল ব্রিজসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগনালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থাও নেয়া হয়েছে বলে রেলওয়ে সূত্রটি নিশ্চিত করেছে।

আমার বার্তা/জেএইচ

জুলাই আন্দোলনের স্মরণীয় মুহুর্ত

জুলাই বিপ্লব ছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান। ২০২৪ সালের ৫ জুন

প্রতিদিন আড়াই কোটি মানুষের স্বাস্থ্য সম্মত পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা

নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানি জীবনের জন্যে অপরিহার্য। বিশেষ করে ঢাকা মহানগরীতে নিরাপদ সুপেয় পানির

দেশীয় ফল উৎপাদন ও রপ্তানি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে কৃষি মন্ত্রনালয়

দেশের গণ মানুষের মৌলিক চাহিদা তথা বহুবিধ পুষ্টি উন্নয়নে দেশীয় ফলের কোন বিকল্প নেই। দেশীয়

মিরপুরে তিতাস গ্যাসের লোক দেখানো অভিযান

সারাদেশের বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধের উদ্যোগ নিয়েছে তিতাস ট্রান্সমিশন এন্ড  ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে সরাসরি তুলা বাণিজ্য প্রতিষ্ঠার প্রস্তাব

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

হালদা নদীকে নারী নির্যাতনের মতো নির্যাতন করা হয়: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে লিভ-টু-আপিলের শুনানি ১৬ জুলাই

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রহসনের নির্বাচনে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে: মাহমুদুর রহমান মান্না

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা

‘নিছক ছাত্র আন্দোলন’ বলেছিল, এখন বলছে আমাদের ছাড়া সংস্কার নয়

সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও একবারও ধরেন না

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ, স্থানীয় ভোট ইসির রাডারে নাই

গাজীপুরে স্ত্রী কর্তৃক স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী পলাতক

পদ্মা সেতু দুর্নীতির মামলা গায়ের জোরেই দায়মুক্তি দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত: নুর

দেশে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী