ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে টোকিওর বাংলাদেশ দূতাবাস।
বুধবার (২৩ জুলাই) আয়োজিত এ দোয়া মাহফিলে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।
পরে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই