
রাজবাড়ীর সরকারি মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যের সময় তিনি এই অভিযোগ তোলেন।
মত বিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এই মতবিনিময় সভায় রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থক, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আচরণ বিধিতে বলা হয়েছে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কোনো ধর্মকে ব্যবহার করে ভোট আদায় করা সেটা মসজিদে হোক বা অন্য কোন উপসানলয়ে হোক করা যাবে না। আমাদের কাছে অভিযোগ এসেছেন একটি দল সাধারণ নারীদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে।
এমনও অভিযোগ আছে সরকারি মসজিদের ইমাম বিভিন্ন জায়গায় কোন এক প্রার্থীর পক্ষে বলছে ‘ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে’ এরকম ধরনের কথা আমরা শুনছি। আমরা এখনি এটা সেরকম অভিযোগ আকারে দিচ্ছি না, এখনো সময় আছে। আমি অনুরোধ করব সবাইকে, আমরা যেন এরকম কাজ থেকে বিরত থাকি। রাজবাড়ী একটি শান্তির শহর, এখানে আমরা সকলে মিলেমিশে থেকেছি। আমরা চাই এখানে সৌহার্দপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সেই ভোটটাকেই আমরা মেনে নেব।
এছাড়া সভায় জেলা বিএনপির আরেক নেতা একই বিষয়ে জেলা মডেল মসজিদের ইমামকে ইঙ্গিত করে এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি উত্থাপন করেন।
আমার বার্তা/জেএইচ

