ই-পেপার বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
২৮ মে ২০২৫, ০৯:৫৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত সোয়া ২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে তিনি হংকং হয়ে টোকিওতে পৌঁছাবেন। সেখানে ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়াতে অংশগ্রহণ করবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৮ মে টোকিওর স্থানীয় সময় দুপুর আড়াইটায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জাপানের রাষ্ট্রাচার প্রধান এবং দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন।

২৮ মে বিকেল ৫টায় জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারোআসো প্রধান উপদেষ্টার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি মিথস্ক্রিয় বৈঠক করবেন।

২৯ মে সকালে নিক্কেই ফোরাম শুরুর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে নিক্কেইর উচ্চপদস্থ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সকাল ৯টায় ফোরামে অংশগ্রহণ করে উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

নিক্কেই ফোরামের মহাসচিব ছাড়াও লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতিনির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ফোরামে অংশগ্রহণ করবেন।

এরপর প্রধান উপদেষ্টা জাপানের স্বনামধন্য মিডিয়া সংস্থা নিক্কেই মিডিয়া, আসাহি টিভি এবং নিপ্পন টিভিকে সাক্ষাতকার দেবেন। যেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বহুমাত্রিক সম্পর্কের নানা দিক এবং ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে এবং সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান উঠে আসবে।

দুপুরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। প্রায় ৩০০ এর অধিক অংশগ্রহণকারী এই সেমিনারে উপস্থিত থাকবেন।

বিকেলে জাইকা সভাপতি ড. তানাকা আকি হিকো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

পরবর্তীতে প্রধান উপদেষ্টা জাপানের আরও ২টি মিডিয়া সংস্থা আসাহি সিম্বান এবং এনএইচকে সাক্ষাতকার দেবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরাম আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।

পরদিন ৩০ মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসহিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে।

বৈঠকের আগে প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেওয়া হবে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

দুপুরে জেটরো সভাপতি কিমুরা ফুকুনারী প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। যেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এরপর প্রধান উপদেষ্টা বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আহরণের উদ্দেশ্যে বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যেখানে বিশ্বখ্যাত কিছু কোম্পানির সিইও ও সোশ্যাল বিজনেস সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি এবং বাংলাদেশি ও জাপানি তরুণ প্রজন্মের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

বিকেলে পোকা ইউনিভার্সিটি অফ জাপান প্রধান উপদেষ্টাকে একটি সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেবে। সেখানে তিনি বক্তব্য দেবেন।

সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা শুনবেন।

সফর শেষে প্রধান উপদেষ্টা ৩১ মে সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

প্রধান উপদেষ্টার এই সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়ালগেজ ডাবল লাইনে উন্নীতকরণে একচেঞ্জ অফ নোটস সই হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

আমার বার্তা/জেএইচ

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চান ড. ইউনূস

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড.

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি সাইফুল ইসলাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক

মাহাথির মোহাম্মদকে জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী

ঈদুল আজহায় এক গুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ

আসছে পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি এক গুচ্ছ পরামর্শ দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ৭ জনের কারাদণ্ড

সুন্দরবনে ভেসে যাচ্ছিল হরিণের শাবক, বনকর্মীদের বীরত্বে প্রাণে রক্ষা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ৩১ মে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে কোস্ট গার্ডের পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

নির্মাণাধীন বেড়িবাঁধের মাঝেই ঘূর্ণিঝড় ;আতঙ্কে মনপুরার উপকূলবাসী

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ৩০০০

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত: রাশেদ খান

বৃষ্টি বিলাসে খেতে পারেন মুখরোচক খিচুড়ি

যুক্তরাষ্ট্র থেকে আরও তুলা ও তেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চান ড. ইউনূস

প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল: হানিফ

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি সাইফুল ইসলাম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী নৌকা ডুবে ৬ জনের মৃত্যু

মাহাথির মোহাম্মদকে জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রচণ্ড ঠান্ডায় ভারতীয় পরিবারের সকল সদস্যের মৃত্যুর ঘটনায় ২ ব্যক্তির সাজা

দক্ষিণ কোরিয়ায় কমানো হলো সুদের হার ও প্রবৃদ্ধির পূর্বাভাস

ঈদুল আজহায় এক গুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ

নীলনদ আর পিরামিডের দেশ মিশরে ঈদুল আজহা ৬ জুন