ই-পেপার বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল

আমার বার্তা অনলাইন
০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, সেই রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল। এ উদ্দেশ্যে নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বাধীন জুডিসিয়াল টিম বাংলাদেশের বিচার বিভাগে গৃহীত সংস্কার কার্যক্রম প্রত্যক্ষ করেছেন, অভিজ্ঞতা বিনিময় করেছেন।

তারা প্রধান বিচারপতির রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে অভিভূত হয়েছেন। নেপালের বিচার বিভাগ সংস্কারে এই অভিজ্ঞতা কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন।

বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত ও তার টিম জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগে গৃহীত সংস্কার কার্যক্রম প্রত্যক্ষকরণ, অভিজ্ঞতা বিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করছেন। গত ১ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। গত ২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় নেপালের প্রধান বিচারপতি তার সফরসঙ্গীসহ সুপ্রিম কোর্টে আগমন করেন। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে নেপালের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন, বিশেষ করে প্রধান বিচারপতির উদ্যোগে চালু হওয়া সুপ্রিম কোর্ট হেল্পলাইনের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় নেপালের প্রধান বিচারপতি আপিল বিভাগের অনুষ্ঠিত বিচারকার্য প্রত্যক্ষ করেন। এসময় বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি উপস্থিত ছিলেন। নেপালের প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত উপলক্ষে বাংলাদেশের প্রধান বিচারপতি নেপালের প্রধান বিচারপতি ও তার সঙ্গে আগত প্রতিনিধি দলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ ছাড়া, নেপালের প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

একইদিন দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ডিসকাশন অন রোডম্যাপ, রোডশো লেজিসলেটিভ চেঞ্জেস, জুডিসিয়াল ইন্টিগ্রিটে অ্যান্ড পার্টনারশিপ বিল্ডিং’ শীর্ষক আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় নেপালের প্রধান বিচারপতির সভাপতিত্বে একই হোটেলের কনফারেন্স কক্ষে আরেকটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণ করেন। গত ৩ নভেম্বর সকালে নেপালের প্রধান বিচারপতির জুডিসিয়াল টিম সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম ও ল' রিপোর্টার্স ফোরামের মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বাংলাদেশের প্রধান বিচারপতির রোডম্যাপের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার যাত্রায় গণমাধ্যম কী ভূমিকা পালন করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যাতে নেপালের বিচার বিভাগ সংস্কার কাজে এ অভিজ্ঞতা কাজে লাগানো যায়। সাংবাদিকদের সাথে সভা শেষে একইদিন বেলা ১১টায় একই স্থানে ‘ওয়ার্কশপ: জুরিসপ্রুডেন্স ইন ট্রানজিশনাল কনটেক্সট এক্সচেঞ্জেস’ শীর্ষক সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশের প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান বিচারপতি তার বক্তব্য বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনিশ্চিত থাকা সত্ত্বেও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তিনি দিনরাত অবিরাম চেষ্টা চালিয়ে যান। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের “সাংবিধানিক বিচ্যুতির ফলে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়েছে। সেগুলো হলো, সংবিধানের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, সরকারের আইনগত ভিত্তিকে সহায়তা প্রদান এবং বিচার বিভাগের স্বায়ত্বশাসন পুনরুদ্ধার।

তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক রায়, অধ্যাদেশ ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানবাদকে পুনরুজ্জীবিত করেছে। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, বিগত ১৬ মাসের মাননির্ধারক এই ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতের যেকোনো সরকার অনুসরণ করতে পারবে। পাশাপাশি তিনি বিচার বিভাগীয় নেতৃত্বে এবং বিভিন্ন্ দেশের সাথে “জে-টু-জে কূটনীতি” শক্তিশালী করার আহবান জানান, যাতে রাজনৈতিক পরিবর্তনের পরও সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকে। সফর শেষে নেপালের প্রধান বিচারপতি ৪ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই: ব্যারিস্টার রুহুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানিতে বিএনপি আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি জানিয়েছেন আমজনতার দলের বিষয়টি কমিশন সভায় তোলা হবে

বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে সিএইচসিপিরা, রাত কাটালেন অফিসেই

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই, প্রথম ভাষণে মামদানি

খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

যশোর সদরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ লুট

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

সত্যায়ন পাওয়া কলেজ থেকে ডিগ্রি নিলে মিলবে বিএড স্কেল

‘আমজনতার দল’ জনসমর্থনে ১০ এর মধ্যে না থাকলে রাজনীতি ছাড়বো: তারেক

একক নির্বাচন করবে এনসিপি, প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনে

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

মুন্সীগঞ্জ চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

পরিবেশবান্ধব মোটরসাইকেল বাজারে আনলো সরকারি প্রতিষ্ঠান এটলাস

নোয়াখালীতে ৬ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে: নাহিদ

টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই: ব্যারিস্টার রুহুল

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

প্রাথমিক বিদ্যালয়: সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উদীচীর

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করা নিয়ে মতামত দিলেন জামায়াত আমির

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার