ই-পেপার বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

ফিলিস্তিনের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের টার্গেট করছে ইসরায়েল

আমার বার্তা অনলাইন
২২ অক্টোবর ২০২৫, ১১:৩২

জেরুজালেমের বায়ত হানিনা এলাকায় ‘মসজিদুল হিজরাহ’র ভেতরে জুতা পায়ে ঢুকল ইসরায়েলি এক পুলিশ সদস্য। নামাজরত এক যুবককে ডেকে নামাজ ভেঙে পরিচয়পত্র দেখাতে বাধ্য করল। উদ্দেশ্য ছিল,পশ্চিম তীর থেকে ‘অবৈধভাবে’ জেরুজালেমে ঢুকে মসজিদে আশ্রয় নিয়েছে কি না—তা যাচাই করা। পুলিশ কর্মকর্তা মসজিদ থেকে বের হওয়ার আগে আরও এক ধাপ এগিয়ে ‘অতিরিক্ত শব্দ’ তৈরির অভিযোগে মুয়াজ্জিনের বিরুদ্ধে ৫ হাজার শেকেল (প্রায় দেড় হাজার মার্কিন ডলার) জরিমানা করল।

জেরুজালেমের বায়ত হানিনা এলাকার মানুষদের জন্য এ দৃশ্য নতুন নয়। তবে এই দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তা সবাইকে ক্ষুব্ধ করে এবং বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।

এই ঘটনা ফিলিস্তিনজুড়ে মসজিদে হামলা, ধর্মীয় স্থাপনা বিধি-নিষেধ আরোপ এবং আজানের ওপর দমননীতির চলমান ইসরায়েলি আগ্রাসনকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরলো। আল-আকসা মসজিদে প্রতিদিনই দখলদার বাহিনীর হামলা, তল্লাশি, এমনকি মাইক লাইনের তার কেটে দিয়ে আজান বন্ধ করার ঘটনা ঘটছে।

আজানের বিরুদ্ধে পুরনো ষড়যন্ত্র

ইসরায়েলে আজান বন্ধের আইনি প্রচেষ্টা শুরু হয় ২০১১ সালে। সে সময় নেসেটে আনা হয় ‘মুয়াজ্জিন আইন’ নামে একটি প্রস্তাব। যেখানে ‘যে কোনো উপাসনালয়ে’ মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও এটি স্পষ্টতই মুসলিমদের মসজিদগুলোর বিরুদ্ধে ছিল।

২০১৬ সালে বিষয়টি নতুন মাত্রা পায়। ইহুদি বসতি স্থাপনকারীরা অভিযোগ তোলে, আজানের শব্দে তাদের বাচ্চারা ভয় পায়, বিশেষ করে ফজরের সময়। একই বছরের নভেম্বর মাসে ইসরায়েলি মন্ত্রিসভা আইন প্রণয়নের অনুমোদন দেয়, যাতে জেরুজালেম ও আশপাশের এলাকায় মাইক দিয়ে আজান দেওয়া নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়।

২০১৭ সালে বিলটি প্রথমবারের মতো ভোটে তোলা হয়। ৫৫ জন পক্ষে, ৪৮ জন বিপক্ষে ভোট দেন। প্রস্তাবে বলা হয়, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। যদিও আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে তা স্থগিত করা হয়।

‘শব্দদূষণ রোধে’র নামে ইসলামবিরোধী অভিযান

আইন পাস না হলেও ‘শব্দদূষণ’ রোধের অজুহাতে ইসরায়েলি কর্তৃপক্ষ আজান বাধাগ্রস্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে।

জেরুজালেমের সাবেক মেয়র নীর বারকাত এই অভিযানের অন্যতম প্রবক্তা ছিলেন। যেসব মসজিদ বসতি এলাকায় অবস্থিত, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি। তার উত্তরসূরি মেয়র মোশে লিওন ২০১৯ সালে পুরনো স্পিকার বদলে ছোট আকারের ডিজিটাল স্পিকার বসানোর নতুন পরিকল্পনা গ্রহণ করেন।

সব মসজিদের আজান ডিজিটালি নিয়ন্ত্রণের জন্য ২০২৩ সালে শহরের বাজেটে প্রায় ২ লক্ষ ৪১ হাজার ডলার বরাদ্দ দেওয়া হয়। নিয়ন্ত্রণ ডিভাইসগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

এদিকে উপ-মেয়র আরিয়ে কিং ইহুদি বসতির পাশে থাকা মসজিদগুলোর মাইনারে লালচিহ্ন টেনে ‘নীরব’ করার দাবিতে প্রচারণা চালান।

শুধু আজান নয়, ইমাম ও খতিবরাও টার্গেট

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধে পর থেকে ইসরায়েলি দমননীতি আরও কঠোর হয়। জেরুজালেমের বহু খতিব ও ইমামকে শুধু গাজার পক্ষে দোয়া করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে গাজার সুর বাহির এলাকার ইমাম ইসাম আমিরা এবং আইসাওয়িয়ার খতিব জামাল মোস্তফা, এই দুইজন এখনো তিন বছরের সাজা ভোগ করছেন। সম্প্রতি আল আকসার খতিবের ওপরও ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।

আল-আকসা মসজিদেও বহু খতিবকে মঞ্চ থেকে নামিয়ে আটক করা হয় এবং পরবর্তীতে পবিত্র স্থান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

‘আজান মুছে ফেলা মানে পরিচয় মুছে ফেলা’

জেরুজালেমভিত্তিক আইনজীবী খালেদ জাবারকা আল জাজিরাকে বলেন, ‘আজান শুধু ইবাদতের আহ্বান নয়, এটি আমাদের ধর্মীয় ও জাতীয় পরিচয়ের অংশ। ইসরায়েল এই পরিচয় মুছে ফেলতে চায়।’

তিনি আরও বলেন, ‘মসজিদে হস্তক্ষেপ ও ইমামদের হয়রানি মানে স্থিতাবস্থার পরিবর্তন। এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা— ইসলামি পরিচয়ের ওপর সরাসরি আঘাত।’

জাবারকার মতে, মুয়াজ্জিনদের ওপর আরোপিত জরিমানা সম্পূর্ণ বেআইনি, কারণ এটি কোনো বৈধ আইনি কাঠামোর আওতায় পড়ে না। ‘বর্তমান পরিস্থিতি আইনবহির্ভূত বিশৃঙ্খলার অংশ।এখানে নৈতিকতা ও মানবাধিকারের কোনো স্থান নেই,’ বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ‘আজানের শব্দকে ‘শব্দদূষণ’ আখ্যা দেওয়া মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত। মসজিদে প্রবেশ করে নামাজরত কাউকে হেনস্থা করা শুধু আইনি নয়, ধর্মীয়ভাবেও চরম অবমাননাকর। এই কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হতে পারে।’

এই প্রতিবেদন প্রমাণ করে ইসরায়েল জেরুজালেমে শুধু ভূমি নয়,মুসলমানদের ধর্মীয় পরিচয়, ইবাদতের স্বাধীনতা ও আজানের সুর পর্যন্ত ব্যাহত করার চেষ্টা করছে। - সূত্র : আল জাজিরা

আমার বার্তা/জেএইচ

ওমান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে: ওমানে তুরস্ক রাষ্ট্রদূত

ওমান সালতানাত এবং তুর্কিয়ে প্রজাতন্ত্রের মধ্যে সম্পর্ক ধারাবাহিকভাবে অগ্রগতি লাভ করছে, যা অভিন্ন স্বার্থ এবং

পারস্পরিক সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশকে সহযোগিতা: ল‍্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে, "দেশের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়া

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বাতিল করা হলো ৫০ বছর পুরোনো নিয়ম

সৌদি আরবে বাতিল করে দেওয়া হয়েছে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাতে রাজধানী ইসলামাবাদসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা

সাব-জেল কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে চরিত্র হননের চেষ্টা করছে পুলিশ: শিক্ষক সমিতি

আফগানদের ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য: প্রধান উপদেষ্টা

ওমান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে: ওমানে তুরস্ক রাষ্ট্রদূত

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

পারস্পরিক সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশকে সহযোগিতা: ল‍্যাভরভ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ জন

অন্ধদের জন্য যুগান্তকারী আবিষ্কার এআই প্রযুক্তি

চলতি মাসেই ২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত

মোংলায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার অসুস্থ পর্যটকের মৃত্যু, আটক ৪

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বাতিল করা হলো ৫০ বছর পুরোনো নিয়ম

রাকসুর নির্বাচিতদের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

ক্লাব ক্রিকেটের অনিয়ম স্বীকার করে সমাধানের আশ্বাস বিসিবির

ঝিনাইদহে পচা মাংস বিক্রি করায় জরিমানা

বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু

টুঙ্গিপাড়ায় সবধরনের দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি