গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘যে কোনো দিন’ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (২৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি আলোচনার জন্য ‘কয়েক সপ্তাহ ধরে দিনরাত’ কাজ করে যাচ্ছেন। তারা অনেক অগ্রগতি করেছেন বলেও জানান রুবিও।
বলেন, ‘আমরা আশাবাদী যে এখন যে কোনো দিন, আমরা একটি যুদ্ধবিরতি চুক্তি করব যেখানে মরদেহসহ কমপক্ষে অর্ধেক জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং সেই ৬০ দিনের সময়কালের শেষে, বাকি জিম্মিকে মুক্তি দেয়া হবে।’
গাজায় এখনও যারা বন্দি তাদের সম্পর্কে বলতে গিয়ে রুবিও বলেন, সুসংবাদ হল প্রতিটি মার্কিনি এখন বাইরে। তবে আমরা সমস্ত জিম্মিকে নিয়ে চিন্তিত।
রুবিও আরও বলেন, গাজায় যা ঘটছে তার একটি খুব সহজ সমাধান আছে। সমস্ত জিম্মিকে মুক্তি দিন, অস্ত্র সমর্পণ করুন তাহলে যুদ্ধ অবশ্যই শেষ হবে।
রুবিওর এই মন্তব্য এমন এক সময় এলো, যখন উইটকফ কয়েকদিন আগে বলেছিলেন যে ওয়াশিংটন যুদ্ধবিরতির আলোচনায় তার অংশগ্রহণ কমিয়ে আনছে। তিনি দাবি করেছিলেন, হামাস যুদ্ধবিরতিতে পৌঁছানোর ইচ্ছার অভাব দেখিয়েছে।
আমার বার্তা/এল/এমই