ই-পেপার বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩২

মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লকড

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদির হাত-পায়ে শেকল পরিয়ে ভারতের একটি শতবর্ষী ম্যাগাজিন ব্যঙ্গচিত্র ছেপেছে। তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানে (Vikatan) এ কার্টুন ছাপা হয়। এরপর থেকেই ওই ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে।

ক্ষমতাসীন বিজেপি ম্যাগাজিনটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে রোববার এবিপি আনন্দের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনার পর মোদি সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধীরা।

এবিপি আনন্দ জানায়, যুক্তরাষ্ট্র থেকে যেভাবে হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তা নিয়ে ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের সামনে শেকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন।

কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ভিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এরপর থেকেই ম্যাগাজিনটির ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। ভিকাতান ম্যাগাজিন বিবৃতি দিয়ে জানিয়েছে, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো, তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এক শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে চসেছি আমরা। আমরা বরাবর বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। তিনি লেখেন, ‘ভিকাতান-এর ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ১০০ বছর ধরে সাংবাদিকতা করছে তারা। মত প্রকাশের জন্য সংবাদমাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফ্যাসিবাসী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি’।

ডিএমকে নেত্রী কানিমোঝির বলেন, ‘সংবাদমাধ্যমের মুখ বন্ধ করা, গণতন্ত্রের টুঁটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের ভিকাতান-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন, একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই’। তবে কেন্দ্র সরকার এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

আমার বার্তা/এমই

পরমাণু চুক্তি : খামেনিকে ২ মাসের আল্টিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের

পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজায় অভিযান বন্ধের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। গতকাল

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ)

দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টাপাল্টি চিঠি

বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে “লক্ষ্যবস্তু বানানো” এবং তার বিরুদ্ধে “ভিত্তিহীন” প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটেনের সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ঈমাম বিশেষ সম্মানী পাবেন ৩০০০, মুয়াজ্জিন ১৫০০ টাকা

জলবায়ু পরিবর্তনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-নেপাল

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

রাষ্ট্র সংস্কারে ১২০টি প্রস্তাবে একমত এলডিপি: কর্নেল অলি

আরও বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, প্রতিদিন আসছে ১১৯ মিলিয়ন ডলার

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ উপসচিব

প্রতিটি ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে: নাহিদ ইসলাম

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা

কর রেয়াতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান এনবিআর চেয়ারম্যানের

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের বিষয়ে গেজেট জারির আবেদন

চৈত্র মাসের শেষ দিনে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা

জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আনু মুহাম্মদ

এপ্রিলে দেশে ফিরবেন খালেদা জিয়া, কিছুদিন পর তারেক রহমান

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

রাজনৈতিক সংলাপের পূর্বেই যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার

জাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের সভাপতি অন্তর, সম্পাদক শাকিল

শিশু ও গণ শিক্ষা কার্যকম প্রকল্প পাশ করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এখন হতে ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

ঢাকায় আলজেরিয়ান দূতাবাসের ৬৩তম বিজয় দিবস উদযাপন