ই-পেপার রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নারীদের জন্য পৃথক স্বাস্থ্য ইনস্টিটিউট চাইলেন বিএমআরসি চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৫, ১৪:৪৭

দেশে চিকিৎসা ব্যবস্থায় নারী স্বাস্থ্য এখনও গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশের অন্যতম গাইনি বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

তিনি বলেন, নারীদের জন্য আলাদা অসংখ্য রোগ আছে। সেই বিবেচনায় আলাদা স্বাস্থ্য ইনস্টিটিউট হলে চিকিৎসাসেবা যেমন গুরুত্ব পাবে, তেমনি গবেষণাও বাড়বে। আমাদের মায়েরা অনেক বেশি সুরক্ষিত থাকবেন।

রোববার (২৫ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইলেক্ট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং’ কর্মসূচির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সায়েবা আক্তার বলেন, দেশে মেডিসিন ও সার্জারির বিভিন্ন বিষয়ে ১৮টি ইনস্টিটিউট গড়ে উঠেছে। কিন্তু নারী স্বাস্থ্যের জন্য আজও কোনো ইনস্টিটিউট হয়নি। অথচ আমাদের নারীদের জন্য রয়েছে মাসিক, গর্ভাবস্থা, প্রসবকালীন জটিলতা, মেনোপজ, প্রজননস্বাস্থ্য, হরমোন সংক্রান্ত জটিলতা, স্তন ও জরায়ুমুখ ক্যানসারসহ অনেক স্বাস্থ্যঝুঁকি—যা পুরুষদের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে সরাসরি মেলানো যায় না। তাই নারী স্বাস্থ্যের জন্য আলাদা ইনস্টিটিউট সময়ের দাবি।

তিনি আরও বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যানসার কোনো একটা পরিবারে হলে সবাই জানে, ক্যানসারের সঙ্গে যুদ্ধ করা কত কঠিন—শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। শুধু যে একজন নারী আক্রান্ত হন তা নয়, পুরো পরিবারকে এই যুদ্ধে অংশ নিতে হয়। আমরা মাতৃমৃত্যুর কথা বলি, সেটা অনেক সময় হঠাৎ ঘটে। কিন্তু ক্যানসার রোগীরা ধুঁকে ধুঁকে মারা যান। একজন নারী ক্যানসারে আক্রান্ত হলে কেবল তিনি নন, তার সন্তান, স্বামী, পরিবার—সবাই ভোগে।

বিএমআরসি চেয়ারম্যান বলেন, আমাদের দেশে এখনো মেয়েদের চিকিৎসা নিতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে। সামাজিক ট্যাবু, আর্থিক সংকট, এবং চিকিৎসা-সেবার অভাব তাদের চিকিৎসা থেকে দূরে সরিয়ে রাখে। তাই প্রয়োজন একটি এমন প্রতিষ্ঠান, যেখানে নারীরা আত্মবিশ্বাস নিয়ে চিকিৎসা নিতে পারবেন, যেখানে থাকবে নারী চিকিৎসক, নারীদের জন্য উপযোগী প্রযুক্তি ও পরিসেবা।

তিনি আরও বলেন, আমরা চাই, নারী স্বাস্থ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ে উঠুক, যেখানে নারী ও শিশুদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকবে। নারীরা ফার্স্ট ক্লাস সিটিজেন, তাদের চিকিৎসাও হতে হবে সেই মর্যাদার সঙ্গে। এ ইনস্টিটিউটে গবেষণা, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, এবং আস্থা—সব থাকবে। সরকার চেষ্টা করছে, কিন্তু আরও উদ্যোগী হতে হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির আওতায় গত পাঁচ বছরে (২০২১–২০২৫) মোট ৩৮ হাজার ১৮৩ জন নারী স্ক্রিনিং করান। এর মধ্যে ১ হাজার ৪৩১ জনের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) শনাক্ত হয়। এতে গড় আক্রান্তের হার ৩.৭৫ শতাংশ।

বিশেষজ্ঞরা জানান, এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে নারীদের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। একমাত্র সময়মতো স্ক্রিনিং, সচেতনতা এবং সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব।

আমার বার্তা/এমই

এইচপিভি স্ক্রিনিংয়ের আওতায় আসবে ৩০ লাখ নারী

দেশে প্রতি বছর হাজার হাজার নারী জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ

শরীরের ভারসাম্য ঠিক রাখতে মেরুদণ্ড ভালো রাখার ৭ উপায়

 শরীরের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেরুদণ্ড। কিন্তু একদিকে ঝুঁকে কাজ করার অভ্যাসে

গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন

তীব্র গরমে অতিষ্ট মানুষ। গরমের পাশাপাশি রয়েছে ব্যস্ততা। যতই দিন যাচ্ছে, ততই মানুষের ব্যস্ততা বাড়ছে।

সকালে কীভাবে দুধ খেলে বেশি লাভ?

পুষ্টিগুণ সমৃদ্ধ প্রথম সারির খাবারের নামের তালিকায় রয়েছে দুধের নাম। খাদ্যের প্রায় ৬টি উপাদানই এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ

গজারিয়ায় গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে: রিজভী

পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

দুর্বল পাসওয়ার্ড নিয়ে ভাবনার সমাধান দেবে গুগল ক্রোম

পুঁজিবাজার হয়ে গেছে ডাকাতদের আড্ডা: প্রেস সচিব

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

মৌলভীবাজার সীমান্তে ১২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

শিশুকে যে সাতটি খাবার খেতে দেবেন না

এইচপিভি স্ক্রিনিংয়ের আওতায় আসবে ৩০ লাখ নারী

১টি সিলভার এবং ১টি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা খাতে বাজেটের মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০ দফা দাবি

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৬৩ জন নবীন নাবিক

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করে ফেললে করণীয়

সালাহউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব শফিকুল আলম

জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা

কলম বিরতির কারণে হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম