ই-পেপার বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

৬২ বছরে বিটিভি : থাকুক বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত

অনজন রহমান:
জ্যেষ্ঠ সাংবাদিক:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২২

রাষ্ট্রীয় দায়বদ্ধতায় দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে সম্প্রচার কার্যক্রম প্রচারের উদ্দেশ্যেই বিটিভি। নানা উন্নয়নমূলক অনুষ্ঠানের মাধ্যমে বিটিভি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিতি পেয়েছে সারাবিশ্বে। কিন্তু এ গণমাধ্যমটি রাষ্ট্রিয় রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এটি দেশের মানুষের কাছে বোকাবাক্স রাষ্ট্রিয় সরকারের মুখপাত্র হয়ে দাড়ায় এবং দর্শক প্রিয়তা হারায়।

২৫ ডিসেম্বর বিটিভি’র পা দিবে ৬২ বছরে। বিটিভি চেষ্টা করছে বিগত সময়ের ক্রীয়ানক থেকে মুক্ত থেকে চলতে। জুলাই ‘২৪ আন্দোলনের বিজয়ের পর কতদিন বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত থাকবে এ বিটিভি সেটাই এখন দেখার বিষয়।

অথচ আশির দশকের আগে ও পরে ছিল দেশে সবচেয়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম ছিল বাংলেদেশ টেলিভিশন। শিশু-কিশোর, যুবক-বয়স্ক সবার জন্য ছিল অনুষ্ঠান। ততকালিন বিটিভিতে অনেক অনুষ্ঠান শুরু হলে রাস্তাঘাট জনশুন্য হয়ে পড়তো। বিশেষ করে বিটিভির ম্যগাজিন অনুষ্ঠান, ধারাবাহিক নাটকগুলোর কথা বলা যায়।

আপনাদের স্পষ্ঠই মনে আছে, শিশু কিশোরদের জন্য ছিল শিশু ও কিশোরমেলা অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী-যুবকদের জন্য ছিল জ্ঞান জিঙ্গাসা, যুবমেলা অনুষ্ঠান। এ অনুষ্ঠানগুলো থেকে বেরিয়ে এসেছিল আবদুর নূর তুষার, ফরহাদুর রেজা প্রবালের মত জনপ্রিয় উপস্থাপক। কুমার বিশ্বজিত, আবদুল মান্নান রানা, সৈকত দাসের মত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যুবমেলার কুমার বিশ্বজিতের সেই ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গানটি এখনো কানে বাজে।

ছোটদের অনুষ্ঠান দিয়ে যদি শুরু করি। প্রথমেই আসবে বিটিভির যুগান্তকারী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এ নতুন কুঁড়ি থেকে বেরিয়ে আসা শিশুশিল্পী ঈশিতা, তারিন’ই পরবর্তিতে এ অঙ্গনে নেতৃত্ব দিয়েছে, দিচ্ছেন। শিশুপ্রেমি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সরাসরি এই নতুন কুঁড়ি অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত ছিলেন। একটি স্যাটালাইট টেলিভিশন ‘টক শো’ কে জনপ্রিয় করলেও এ টক’শো সহ বেশীরভাগ টেলিভিশন অনুষ্ঠানের পাইওনিয়ার বিটিভি। যা আজ অবহেলিত।

যুগের সাথে তাল মেলাতে এখন কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদিও ২৫ জানুয়ারি ২০১১ সালে ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু হয় বিটিভি এবং মোবাইল টিভি সম্প্রচার শুরু (টেলিটক মোবাইলে) ২৬ ফেব্রুয়ারি ২০১৪’তে ।

আশা যাক টেলিভিশন নাটকের কথায়। টেলিভিশন নাটকের কথা বলতে গেলেই চোখে ভাসে মগজে নাড়া দেয় কিছু নাম যা উজ্জ্বল নক্ষত্রের মত। আতিকুল হক চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, নওয়াজেস আলী, বরকত উল্লাহ ও মুসা আহমেদ’র নাম। তখনকার একেকটি ধারাবাহিক একেকটি ইতিহাস। কি নক্ষত্রের মত নাম বিবেককে নাড়া দেয়। সংসপ্তক, বেগম মমতাজ হোসেনের ‘সকাল সন্ধ্যা’ এবং যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন এক বিস্ময়।

ধারাবাহিক নাটক শুকতারা, বহূব্রীহি, অয়োময়, ভাঙনের শব্দ শুণি ও এইসব দিনরাত্রি। এইসব দিনরাত্রি নাটকটি আধুনিক নাট্যধারা এক পাইওয়িার সংযোজন। ওই সময়ে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় হলিউড সিরিয়াল ডাইনেস্টি’র সাথে ফাইট দেয়ার মত এক নাটক ছিল এই ধারবাহিক।

এ নাটক নিয়ে অনেক নাটক হয়েছে বিগত সময়ে, অর্থাত ১৯৯৫ উত্তর প্যাকেজ নাটক শুরুর কাল থেকে। এ সময়টাকে বলতে পারেন আমাদের টিভি নাটকের পতনের কাল।

তখনকার প্রিভিউ কমিটির সদস্যরাও হয়েছেন অনেক টাকার মালিক। তখনকার ঈদের নাটকের জনপ্রিয় নাট্যকার, পরিচালকদের নাটকের অগ্রিম প্রিভিউ এবং নিউজ করতে যেয়ে গোপন সূত্রে দেখা গেছে, প্রযোজনা সংস্থা তার ক্ষমতা বলে খালি স্টিকারযুক্ত ক্যাসেট জমা দিয়ে প্রিভিউ এবং ঈদের প্রথম দিনে বুকিং কনফার্ম করেছেন।

এ নোংরামিটা শুরু হয়েছিল নব্বই দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে চরমে। প্রযোজকদের বাড়াবাড়ি, ক্ষমতার অপব্যবহার, শিল্পীদের নামে-বেনামে চেক জালিয়াতি, শিল্পীদের সাথে অসদ আচরণ, অডিশন গ্রেডেশন বোর্ড বাতিল এবং সর্বপরি শিল্পীদের ব্লাক লিস্টেড করা।

আশির দশকের মাঝামাঝি সময়েও এমনটা হয়েছিলো। সেই সময়েই টেনাশিনাস’ টেলিভিশন নাট্য শিল্পী ও নাট্যকার সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল মতিনের নেতেৃত্বে টিভি গেটে বনদ্ ডাকা হয় এবং সরকার শিল্পীদের সাথে সমঝতা করে দাবি-দাওয়া মেনে নিয়ে ব্লাক লিস্ট তুলে নেয়।

কিন্তু আবার তারই ধারাবাহিকতায় বিগত ফ্যাসিবাদের ১৬ বছরে বিটিভি রুপ নেয় সরকারি বোকাবাক্সে । সেই বোকাবাক্সে রাষ্ট্রিয় সরকারের মুখপাত্র হয়ে দর্শক জনপ্রিয়তা হারায়। শিল্পীদের মধ্যে গড়ে তোলে বিভেদ, করা হয় ব্লাকলিস্ট। এ ব্লাক লিস্টের আওতায় একশ্রেণীর জ্ঞানপাপি ফ্যাসিবাদের আদর্শ উদ্দেশ্য চরিতার্থে ঐক্যবদ্ধ হয়ে বিটিভিকে করে তোলে রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে হাতিয়ার।

ফ্যাসিষ্ট রাজনৈকতিক ব্যক্তিত্ব, মন্ত্রী-এমপিদের নিয়ে নানা আঙ্গিকে টক শো, মুজিববাদের একতরফা বন্দনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে একপরিবারের বন্দনা, প্রিভিউ কমিটির একচ্ছত্র আধিপত্যে, পিক আওয়ারসহ নানা সময়ে তাদের সমর্থিত প্রয়োজনা সংস্থার নাটক ও অনুষ্ঠান প্রচার করে।

স্যাটালাইট চ্যানেলের প্রচারিত অনুরুপ অনূষ্ঠান বিটিভিতে প্রচার করতে বাধ্য করে। যদিও অনুরুপ অনুষ্ঠান বিটিভিতেই প্রচারিত হচ্ছিল। রাজনৈতিক ইচ্ছায় এবং ক্ষমতা বলে বিশেষ কর্মকর্তা-কর্মচারী টাকার কুমির হয়ে উঠে। এমনকি বিটিভি সংবাদেও তাদের স্বীয় চরিতার্থ বাস্তবায়নের জন্য ফ্যাসিস্ট সরকারের বাছাইকৃত লোককে সংবাদ প্রতিনিধি করা হয়।

প্রশাসনের আর্কাইভে থাকা খোয়া যাওয়া অনেক অনুষ্ঠানের অংশ এবং কখনো পুরো অনুষ্ঠানই অন্যান্য সেটালাইট টেলিভিশনে প্রচার হতে দেখা যায়। বিটিভির অনেক প্রযোজক দাবি করেন, অমুক টিভি চ্যানেলে প্রচারিত অমুক অনুষ্ঠানের অংশ/পুরো অনুষ্ঠানটি তার। সরকারি খরচে নির্মিত অনুষ্ঠান আর্কাইভ থেকে অন্য চ্যানেলে প্রচার হতে দেখা যায়। একসময় বিটিভিতে সোনালী সময়ের গান, নাটক, অনুষ্ঠান পুণ: প্রচারিত হতো, এখন আর সেগুলো হয় না। মাহমুদ শফিকের ‘সঙ্গীত বিচিত্রা, সোনার হরিণ’ শফিক রেহমানের লাল গোলাপ।

খোঁজ নিয়ে জানা যায়, সেই উল্লেখযোগ্য অনুষ্ঠান/তথ্যচিত্র বিটিভি আর্কাইভে নাই। এখন আরও সুযোগ, তারা হয়তো বলবে দুস্কৃতকারীরা আগুন দিয়ে জালিয়ে দিয়েছে, নতুবা নিয়ে গেছে বিটিভি আর্কাইভ থেকে। জুলাই‘২৪ আন্দোলনের বিজয়ের পর কতদিন বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত থাকবে এ বিটিভি সেটাই এখন দেখার বিষয়।

আমার বার্তা/এমই

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন থেকে নাটক, সবখানেই ছিল তার

১০ লাখ ডলার অনুদান ঘোষণা টেইলর সুইফটের

ক্যারিয়ারের শুরু থেকেই নানা দাতব্য কাজের সঙ্গে জড়িত টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাকে শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা

শব্দচারী আবৃত্তির তৃতীয় বর্ষপূর্তিতে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা

আবৃত্তি সংগঠন শব্দচারী আবৃত্তি অঙ্গনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠান চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিলেন রুমিন ফারহানা

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো

উদ্যোক্তা তৈরিতে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ বিষয়ক কর্মশালা

৬ সৌর প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকার অনিয়ম: টিআইবি

আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা

ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই

ইসলামে খারাপ ভাগ্য পরিবর্তনের দোয়া

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকামুখী বেরোবির ছাত্রদলের নেতাকর্মী

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়

ঢাকায় ৩৬ ঘণ্টা আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ

টেলিকমিউনিকেশন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে: প্রেস সচিব

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় পৌঁছেছে রাবি ছাত্রদল

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বৃহত্তম গণসংবর্ধনার প্রস্তুতি

সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির

বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ ‎

৫০তম বিসিএসে আবেদন ছাড়াল ৫০ হাজার, নম্বর বণ্টনে পরিবর্তন

আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী