কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পণ্যের ব্যাপক চাহিদা থাকায় বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড আয় করেছে ফক্সকন। খবর রয়টার্স।
ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক তাইওয়ানের কোম্পানিটি সম্প্রতি এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৯৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭৯ হাজার ৭০০ কোটি নিউ তাইওয়ান ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮২ শতাংশ বেশি।
এ আয় বাজারের পূর্বাভাসের ১ লাখ ৭৮ হাজার ৯৬০ কোটিকে ছাড়িয়ে গেছে। মূলত এআইনির্ভর পণ্যের চাহিদা বেশি থাকায় কোম্পানির ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্য বিভাগের রাজস্ব বেড়েছে।
তবে বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে থাকার কথাও জানিয়েছে আইফোনের সবচেয়ে বড় এই অ্যাসেম্বেলার।
এদিকে, ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাপের মুখে থাকায় ফক্সকনের শেয়ার দর চলতি বছর এখন পর্যন্ত সাড়ে ১২ শতাংশ পড়ে গেছে।
আমার বার্তা/এল/এমই