ই-পেপার সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৭:৩১
আপডেট  : ১৯ মার্চ ২০২৫, ১৭:৫৭

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার অহেতুক বড় হবে না, বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেটটা আমরা বাস্তবমুখী করবো। প্রাইভেট সেক্টরে ব্যবসা-বাণিজ্যে যাতে প্রসার ঘটে সেই চেষ্টা আমরা করবো। ট্যাক্সের বিষয় এসেছে, সেগুলো আমরা দেখবো।

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ নানান বিষয় আসছে। বাজেটের আকার অহেতুক বড় করবো না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব একটা বড় হবে না। কিন্তু আমরা কতগুলো বিষয় যেমন মূল্যস্ফীতি কমাবো, একই সঙ্গে আমরা আয় যাতে বাড়ে এবং বেসরকারি খাতে যাতে কর্মসংস্থারের প্রসার ঘটে সেটা আমরা চেষ্টা করবো।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ইম্প্যাক্টটা কী হয় সেটা আগে থেকে মাথায় রাখতে হবে। আগে তো বলা হতো এই এই করবো, কিন্তু আলটিমেটলি সেটা হতো না। আমরা ওটাই নজরে রাখবো।

‘আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠা হতো। আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট বক্তৃতা হবে না। ওটা সংক্ষিপ্ত হবে।’

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা প্রস্তুতি নেবো।

অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভাতা বাড়াবো। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বাড়বে।

ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয় কী সিদ্ধান্ত নেবেন- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বলবো।

এর আগে মতবিনিময়ে সমাপনী বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট। আমাদের সময় সংক্ষিপ্ত, এ সময়ের মধ্যে আমরা বাজেটের কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা বাজেটে মধ্য এবং দীর্ঘমেয়াদি বিষয়ে নজর দিতে পারবো না। কারণ এটা আমাদের ম্যান্ডেট না।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি নজরে আছে, এতে ভাতার পরিমাণ বাড়াবো। আমরা গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশে উন্নীত) এড়াতে পারবো না। আমরা যাবো না এটা কিন্তু খুব ভালো অ্যাটিটিউড না। আরও পাঁচ থেকে ছয়টি দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।

কর ব্যবস্থা অটোমেশন করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো দেশে করদাতারা ট্যাক্স অফিসে যায় না। জুনের প্রথম দিকে বাজেট ঘোষণা করা হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আমানত ফেরত দেওয়ার দাবি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের

টাকা ফেরতের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দ্রুত আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বাংলাদেশ ব্যাংকের সার্ভার

চার দিন পার হলেও বাংলাদেশ ব্যাংকের সার্ভার এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সার্ভার ত্রুটির কারণে আইটিডিপি

২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে

পেঁয়াজ আমদানি: রাতারাতি পাইকারিতে দাম কমেছে কেজিতে ২৫ টাকা

দেশের বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় সরকার। সেই অনুমোদনের পরদিনই গতকাল রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপা ও জেপির নেতৃত্বে ২০ দলের নতুন জোটের আত্মপ্রকাশ

বিএনপি ভোট চায়, ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

নড়াইলে ৮ বছরেও শেষ হয়নি ২৫০ শয্যা হাসপাতালের কাজ

বিতর্কিত মাসুদুল ইসলামই হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

ওপেনএআই'র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক

সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই সাত বসতঘর

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ক্রিসমাস বাজার: বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ

ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন মালয়েশিয়ায়

শেষ হলো ‘বিগ বস ১৯’, কত টাকা পেলেন বিজয়ী?

যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো, হস্তান্তর ৩ হাজার লাগেজও

মালদ্বীপে বিশেষ অভিযানে ১৮ বিদেশি আটক

সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট শুনানির জন্য কার্যতালিকায়

হাফেজ্জী হুজুর সরণি উদ্বোধন ডিএনসিসির

শহীদ মিনারের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার

আমানত ফেরত দেওয়ার দাবি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের