ই-পেপার বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অনুপস্থিত থেকেও ১০ বছর ধরে বেতন তুলছেন মাদরাসা শিক্ষক

আমার বার্তা অনলাইন:
০৫ নভেম্বর ২০২৫, ১১:১৫

বগুড়ার ধুনটের ইসলামপুর দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক সাইদুর রহমান প্রায় দশ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে তিনি প্রতি মাসে নিয়মিতই তুলছেন বেতন-ভাতা।

অভিযোগ রয়েছে, তিনি মাসে মাত্র একদিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় পুরো মাসের সই করে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে ব্যাংক থেকে বেতনের টাকা তুলছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় সরেজমিন ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানকে উপস্থিত পাওয়া যায়নি। এ সময় শিক্ষকদের হাজিরা খাতা পর্যবেক্ষণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মিলেছে।

হাজিরা খাতা অনুযায়ী, তিনি অক্টোবর মাসে ১০ দিন অনুপস্থিত ছিলেন এবং ৪ নভেম্বর পর্যন্ত একদিনও কর্মস্থলে উপস্থিত হননি। তবে এ বিষয়ে ওই মাদরাসার সুপার লিখিতভাবে বারবার সতর্ক করলেও ওই শিক্ষক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না। সর্বশেষ ৩০ অক্টোবর তাকে সতর্ককরণ নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি।

মাদাসারা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙামাটি গ্রামের আবু বক্কারের ছেলে সাইদুর রহমান ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইসলামপুর (ঈশ্বরঘাট) দাখিল মাদরাসায় শরীর চর্চা শিক্ষক পদে যোগদান করেন। তিনি স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নিকট আত্মীয়। এ কারণে কর্মস্থলে অনুপস্থিত থেকেও প্রতিমাসে নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্ত অদৃশ্য কারণে মাদরাসার সুপার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় বিপাকে পড়েছেন ওই শিক্ষক। মাদরাসার সুপার বারবার তাকে সতর্ক নোটিশ দিচ্ছেন।

এ বিষয়ে শরীর চর্চা শিক্ষক সাইদুর রহমান বলেন, পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছি না। তবে অল্পদিনের মধ্যেই সমস্যা-সংকট কাটিয়ে নিয়মিতভাবে দায়িত্ব পালন করবো। এখানে আমার রুজি-রুটির ব্যাপার রয়েছে, তাই এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ।

অভিযোগের বিষয়ে মাদরাসার সুপার ছদরুল আনাম বলেন, মানবিক দিক বিবেচনা করে তার বিরুদ্ধে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য তাকে বারবার সতর্ক নোটিশ করেও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, এ বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের সাড়ে

বনবিভাগের বালু চুরির মামলায় আসামি রোপা মিয়া গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে বনবিভাগের বালু চুরির মামলার এজাহারনামীয় আসামি মো. ইকবাল হোসেন ওরফে রোপা মিয়া গ্রেফতার

মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে

দেশব্যাপী সেনা অভিযানে ৭ দিনে গ্রেপ্তার ১৪৯

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ১৪৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক

সিলেটে বালুবোঝাই ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই

জনগণ নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন

ওয়ারীতে অফিস কক্ষ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদত্যাগ করে নির্বাচন অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

সিইসি জানিয়েছেন আমজনতার দলের বিষয়টি কমিশন সভায় তোলা হবে

বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে সিএইচসিপিরা, রাত কাটালেন অফিসেই

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই, প্রথম ভাষণে মামদানি

খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

যশোর সদরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ লুট

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

সত্যায়ন পাওয়া কলেজ থেকে ডিগ্রি নিলে মিলবে বিএড স্কেল

‘আমজনতার দল’ জনসমর্থনে ১০ এর মধ্যে না থাকলে রাজনীতি ছাড়বো: তারেক

একক নির্বাচন করবে এনসিপি, প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনে

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

মুন্সীগঞ্জ চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

পরিবেশবান্ধব মোটরসাইকেল বাজারে আনলো সরকারি প্রতিষ্ঠান এটলাস

নোয়াখালীতে ৬ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার