ই-পেপার শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

অনৈতিক সুবিধা না পেয়ে প্রকৌশলীকে হয়রানি করছেন ঠিকাদার

বিশেষ প্রতিবেদক:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯
আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

গাজীপুরে মাথাচাড়া দিয়ে উঠেছে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের সুবিধাভোগী কথিত ঠিকাদার মোনায়েম কবির। তিনি বিগত সরকারের আমলে গাজীপুর গণপূর্ত বিভাগ থেকে নানাবিধ সুবিধা নিয়েছে প্রভাভ খাটিয়ে। তার খামখেয়ালির কারণে কাজে ধীরগতি হয়ে গণপূর্ত ও অন্য ঠিকাদার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনৈতিক সুবিধা আদায়ে গণপূর্তের কর্মকর্তাদের নামে মামলাও করেছেন ধূর্ত মোনায়েম কবির। একইসঙ্গে সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাসহ একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য মো. মোনায়েম কবিরকে কার্যাদেশ প্রদান করা হয়। ২০১৯ সালের ২৫ এপ্রিল চুক্তিপত্র সম্পাদন সাপেক্ষে তাকে সাইট বুঝিয়ে দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার শর্ত ছিল।

তবে কাজ শুরু করার পর থেকেই অগ্রগতি সন্তোষজনক ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার সাইট পরিদর্শন করে প্রতিবেদন পাঠান। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় তাকে বারবার তাগিদ দেওয়া হলেও তিনি তা মানেননি। এক পর্যায়ে ১ বছর ৫ মাস অতিক্রান্ত হলেও কাজ শেষ না হওয়ায় কারণ দর্শাতে বলা হয়। সঠিক ব্যাখ্যা না দিলে দরপত্রের শর্ত অনুযায়ী লিকুইডেটেড ড্যামেজ আরোপসহ চুক্তি বাতিলের সতর্কবার্তা দেওয়া হয়।

পরবর্তীতে মোনায়েম কবির অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। শর্তসাপেক্ষে তাকে মোট ৬১৯ দিন সময় বর্ধিত করা হলেও তিনি কাজ সম্পন্ন করতে ব্যর্থ হন। ২০২১ সালের ২২ এপ্রিল গণপূর্ত বিভাগ চুক্তি বাতিলের কারণ জানতে চাইলে তা “ফান্ডামেন্টাল ব্রিচেজ অব কন্ট্রাক্ট” হিসেবে বিবেচিত হয়। অবশেষে প্রায় আড়াই বছর পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০২১ সালের ২৪ অক্টোবর (পিপিসি স্মারক নং ২৫.৩৬.০০০০.৪১০.১৪.০০২.১৪৯৪২৮ উশা-২) মোনায়েম কবিরের এস এইচ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়।

চুক্তি বাতিলের পর ক্ষুব্ধ হয়ে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের নামে মামলা করেন। প্রকল্প সংক্রান্ত তথ্য পর্যালোচনায় জানা যায়, অনুমোদিত ডিপিপিতে বরাদ্দকৃত প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকায় কাজ প্রায় শেষ করা সম্ভব হয়েছে।

অভিযোগ বিষয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান।

এদিকে গাজীপুর গণপূর্ত বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মোনায়েম কবির অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো কাজ করতেন। সুযোগ-সুবিধা নিয়েছেন এবং কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এবার অনিয়মে ধরা পড়ায় তিনি মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

তবে নিজের অবস্থান জানাতে গিয়ে ঠিকাদার মোনায়েম কবির বলেন, “এই কাজে আমি ক্ষতিগ্রস্ত। আমি একজন সাধারণ ঠিকাদার, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই।”

আমার বার্তা/এমই

কাপ্তাইয়ে ২ নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে এক দিনে ২ নৌকা ডুবির ঘটনা

জামালপুর জেলা ক্লিনিক মালিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশীদ

আগামী ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পূজামণ্ডপ পরিদর্শন

জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর শহরের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম

নিষেধ উপেক্ষা করে উত্তাল সমুদ্রে গোসলে মেতেছেন পর্যটকরা

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে মেতে উঠেছেন হাজারো পর্যটক। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোনো মামলা করব না: মান্না

‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি ইসির

গাজায় পৌঁছানোর আগেই ফ্লোটিলার যাত্রা শেষ জানাল ইসরায়েল

সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরাইলে

ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের ফ্রেন্স ইন্টারন‌্যাশনাল স্কুল প‌রিদর্শন

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬ জন

ফ্লোটিলার নৌযান আটক: ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করছে কলাম্বিয়া

মালয়েশিয়ার বৈচিত্র্যময় খাবার: স্বাদ ও রান্নার অনন‍্য রেসিপি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল

এআইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে মেটা

কাপ্তাইয়ে ২ নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জামালপুর জেলা ক্লিনিক মালিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশীদ

যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পূজামণ্ডপ পরিদর্শন

নিষেধ উপেক্ষা করে উত্তাল সমুদ্রে গোসলে মেতেছেন পর্যটকরা

যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের ইসরায়েলে নিয়ে যাচ্ছে কমান্ডোরা

আ.লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনও তৎপর: ফখরুল

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে অধিক মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

রাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু