ই-পেপার শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

আমার বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৫, ১২:১৩

দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর আটকে ছিল শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পরিস্থিতি আরও তীব্র হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই ওই ট্রাক রাস্তার মাঝে আটকে থাকায় মহাসড়কে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। এর কিছুক্ষণ পর মেঘনা সেতুর কাছাকাছি আরেকটি ট্রাক দুর্ঘটনায় পড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে।

একই রাতে দুই দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এতে রাতভর শত শত ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি আটকে থাকে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনার পরপরই মেঘনায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে ধীরে ধীরে পুরো মহাসড়কে যানজট তীব্র হয়ে ওঠে। ট্রাকচালকরা অনেকেই গাড়ি দাঁড় করিয়ে রাতেই গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। বর্তমানে আমাদের একাধিক টিম কাজ করছে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরানো হয়েছে। যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মঙ্গলবার সকালে যাত্রীদের ভোগান্তি ছিল চরম। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় আটকে থেকে শিশু, নারী ও বৃদ্ধরা নাজুক পরিস্থিতিতে পড়েন। এ সময় খাবার ও পানির সংকট দেখা দেয়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রী সেলিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৬টার দিকে বাসে উঠেছি। ৯টা পর্যন্ত বাস মাত্র কয়েক কিলোমিটার এগিয়েছে। পরে নেমে হেঁটে এগোতে হয়েছে। খাবারও কিনতে পারিনি, পানি পাওয়া ছিল কঠিন।

আরেক যাত্রী নাসরিন আক্তার বলেন, গরমে ছোট বাচ্চাকে নিয়ে ভীষণ কষ্ট হয়েছে। সারা রাত গাড়ির ভেতর বসে থাকতে হয়েছে। শিশুটি কান্নাকাটি করেছে।

দীর্ঘ যানজটে শুধু যাত্রী নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোনারগাঁওয়ের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, যখনই মহাসড়কে এ ধরনের দীর্ঘ যানজট হয়, তখন আমাদের ব্যবসায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। কাস্টমাররা আসে না, আবার আমাদের পণ্য সময়মতো বাজারে পৌঁছায় না। এভাবে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে প্রচুর গাড়ি জমে থাকায় পুরোপুরি স্বাভাবিক হতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন পরিস্থিতি নতুন নয়। যেখানে সামান্য দুর্ঘটনাই ঘণ্টার পর ঘণ্টা স্থবিরতা তৈরি করে। বিকল্প কোনো ব্যবস্থা নেই। আবার ঢাকা-সিলেট মহাসড়কে উন্নয়নকাজ চলমান থাকায় সেখানেও প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। ফলে একটি সড়কে দুর্ঘটনা ঘটলেই চাপ অন্য সড়কেও বেড়ে যায়, এতে যাত্রীদের ভোগান্তি বহুগুণে বাড়ছে।

আমার বার্তা/জেএইচ

গজারিয়ায় ভূমি অফিসার মাসউদ আলমের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কানুনগো মাসউদ আলম হাওলাদারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে

সেন্টমার্টিন থেকে আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী ‘সীতা’ নামক পয়েন্ট থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ আরও ৫ জেলেকে ধরে

কুমারখালীর বাটিকামারায় প্রভাবশালীর দেয়াল গুঁড়িয়ে দিল প্রশাসন

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড়ের কুমারখালী বাটিকামারা এলাকায় অন্তত ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক দখল করে ইটের

যশোরে ৮ কোটি টাকার স্বর্নের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

যশোর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরপেক্ষ সমাধানে সরকারের উদ্যোগ, আন্দোলন বন্ধের আহ্বান

লোভ-লালসা থেকে দূরে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানালেন তারেক

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে: আবদুল্লাহ তাহের

ভাসমান-অসহায়-গরীব পরিচয়ে প্লট নেন শেখ রেহেনা-ববি-আজমিনা

যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

বাংলাদেশে ব্রাঞ্চ ক্যাম্পাস চালু করতে চায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়

গজারিয়ায় ভূমি অফিসার মাসউদ আলমের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই: ইসি সচিব

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: প্রধান নির্বাচন কমিশনার

ঢেলে সাজানো হচ্ছে উপজেলা ও থানা আনসার কোম্পানি

হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

টিকাদানের ফলে বছরে ৯৪ হাজার শিশুর মৃত্যু রোধ

সেন্টমার্টিন থেকে আরও ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গুম পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার আমিনুল হকের

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সর্বোচ্চ গতির রেকর্ড স্থাপন গড়ল বিওয়াইডির ইলেক্ট্রিক গাড়ি

নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনায় প্রাধান্য পাবে ২৪ কার্যাবলী