দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস আলী (১০) নামের এক শিশুর ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির সংলগ্ন চৌহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে আহত ইলিয়াস দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা শ্রেণির শিক্ষার্থী।
ইলিয়াসের মা লায়লা বেগম জানান, দুপুরে খাবারের পর কয়লা খনির পাশে খেলতে যায় ইলিয়াস। এ সময় ধাতব একটি বস্তু পেয়ে সেটি বাড়িতে নিয়ে আসে। পরে মোবাইল ফোনের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দিলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়লা খনির পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য বা ঝুঁকিপূর্ণ বস্তু খোলা জায়গায় পড়ে থাকার ফলে শিশু-কিশোরদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
আমার বার্তা/এল/এমই