মাগুরা সদর উপজেলার কুছুন্দী ইউনিয়ন এর বেল নগর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে কুছুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার সহযোগী সহ দুই সন্ত্রাসী আটক।
মাগুরায় সেনা ক্যাম্পের গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা সদরের বেলনগর গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ সান্টুর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে আছে।
এরই সূত্র ধরে ২১ মার্চ ২০২৫ ইং ০৩০০ ঘটিকার সময় বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যম্পের চলমান নিয়মিত টহল টিম, Rab ও পুলিশ সহ য়ৌথ বাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।
অভিযানে কালে ০১টি ওয়ান শ্যুটার গান,০১ টি বড় রামদা ও ০১ টি চাইনিজ কুড়াল সহ সাবেক চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ সান্টু(৩৫),পিতাঃ ওয়াহাব মোল্যা সাং বেলনগর এবং সহযোগী জয় কুমার দাস (৩০) পিতাঃ যোগেশ্বর দাস সাং লক্ষীকান্দর থানা ও জেলা মাগুরা নামের দুই জন কে আটক করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে অস্ত্রসহ মাগুরা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ।