রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসা ও গোয়েন্দা কর্মীর ওপর হামলার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সময় কুখ্যাত মাদক ও সন্ত্রাসী চক্রের নেতা বুনিয়া সোহেল ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর ওপর হামলা চালায়।
এতে উক্ত কর্মী মাথায় আঘাত পান। খবর পেয়ে নিকটস্থ সেনাটহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে আটক করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে পুনরায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি ও মাদক বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধারসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১) রয়েছেন।।
এছাড়া গোয়েন্দা কর্মীর ওপর হামলার অভিযোগে সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮) গ্রেপ্তার হয়। জানা গেছে, শেখ গোলাম জেলানি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বার্তা২৪-কে জানান, আমাদের গোয়েন্দা কর্মীর ওপর হামলার পর তাৎক্ষণিক ও ধারাবাহিক দুটি অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা ও ধারালো অস্ত্র। তবে অভিযানের লক্ষ্যবস্তু বুনিয়া সোহেলকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলায় জড়িতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে। অভিযানে সেনাবাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমার বার্তা/জেএইচ