চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীরা আমাদের যে রায় দেবেন, আমরা তা মেনে নেব। জয়-পরাজয় যেটিই হোক, আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম সেভাবেই থাকব। তবে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটি দুঃখজনক।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাজ্জাদ হোসেন বলেন, ভোট শেষে একজন ভোটারের আঙুলে দাগ দেয়া হচ্ছে। তবে সে দাগ উঠে যাচ্ছে। এতে একজনের একাধিক ভোট দেয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমনটা হচ্ছে তা আমরা জানতে চাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর আয়োজিত এ ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫ ভোটকেন্দ্র এবং ৬১ ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে চাকসুর ২৬ পদে লড়ছেন ৪১৫ প্রার্থী।
এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪ পদে লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। তারা পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা বৃত্ত পূরণ করে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে একাধিক বৃত্ত পূরণ করলে সংশ্লিষ্ট ভোট বাতিল হবে।
আমার বার্তা/জেএইচ