
ঢাকার ভাসানটেক সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড.ইরম জাহান দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।
যোগদানকালে উপস্থিত শিক্ষকদের সাথে আলাপনে কলেজের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সুনাম ও ঐতিহ্যকে আরো এগিয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করেন স্বনামধন্য লেখক-গবেষক-শিক্ষক অধ্যাপক ড.ইরম জাহান।
উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে এবং ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইরম জাহানকে অধ্যক্ষ পদে পদায়ন করে।
অনাড়ম্বর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ও দায়িত্বগ্রহণকারী অধ্যক্ষদ্বয় ছাড়াও ঢাকা কলেজ এবং ভাসানটেক সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

