যে যা কিছু করছে প্রচার হচ্ছে জানিয়ে বরেণ্য নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা মামুনুর রশিদ বলেছেন, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে অশ্লীলতা প্রতিরোধে সরকারকে গেট কিপার বসাতে হবে। গেট কিপার দরকার।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে ডিরেক্টর'স গিল্ড বাংলাদেশ আয়োজিত টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনার শুরুতেই বর্তমান সময়ের টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে অশ্লীলতার নমুনা স্বরূপ কিছু ভিডিও দেখানো হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় যা দেখানো হয়েছে তা খুবই সামান্য কারণ বর্তমানে যেই ধরনের অশ্লীলতা দেখানো হয়। তা এখানে উপস্থাপন করা সম্ভব না। উপস্থিত আলোচকবৃন্দ একথার সঙ্গে একমত পোষন করেন।
গুণী অভিনেতা মামুনুর রশিদ বলেন, অশ্লীলতা প্রতিরোধে ডিরেক্টরদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ডিরেক্টর হলেন যে কোন নাটক সিনেমার ক্যাপটেন অব দি শিপ। ডিরেক্টরকে শক্তিশালী হতে হবে। ডিরেক্টরকে তার প্রজ্ঞা নিয়ে স্ট্যাবলিস্ট হতে হবে।
নাটক, টেলিভিশনে অশ্লীলতার বিষয়ে বলতে গিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক, অভিনেত্রী নাজনীন হাসান চুমকি বলেন, নাটক হলো দেখার নয় শ্রবণেরও অংশ, কিন্তু যখন থেকে নাটকে খাওয়া শব্দ এসেছে, এটাই অশ্লীল, তখন থেকেই আন্দোলন করা উচিত ছিলো।
তিনি বলেন, ইরানের দিকে তাকান তারা তাদের সংস্কৃতিকে ধারণ করে। তাদের তো অশ্লীলতার প্রয়োজন হয় না। তাই নাটক, সিনেমায় আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে।
এসময় আই স্ক্রিনের সিইও এর দায়িত্বে থাকা নায়ক নিয়াজ বলেন, অশ্লীলতার জন্য অনেকগুলো শিল্প ধ্বংস হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যাত্রা শিল্প। সিনেমা হলগুলো ভূতের আড্ডায় পরিণত হয়েছে। সেটারও কারণ অশ্লীলতা।
নায়ক রিয়াজ অশ্লীলতার উদাহরণ দিতে গিয়ে বলেন,ওটিটি প্লাটফর্মে সম্প্রতি একজন গুণী শিল্পীকে দেখেছি সম্পূর্ন নগ্ন হয়ে শট দিচ্ছেন, এটা আমার কাছে দৃষ্টি কটু লেগেছে। কারণ এরপরে তার আর কোন কিছু খোলার থাকে না। ছামড়া খোলা ছাড়া।
তিনি বলেন, আমারা আমাদের কন্টেন্ট এরে মধ্যে অশ্লীলতার কোন কিছু রাখবো না।
আলোচনায় বক্তারা অশ্লীলতার প্রতিরোধে অনেকগুলো উপায় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো, চ্যানেল মালিকদেরকে অশ্লীল কন্টেন্ট প্রচার বন্ধ করতে হবে, ডিরেক্টর দের মূখ্য ভূমিকা রাখতে হবে, যেকোন মাধ্যমে কিছু প্রকাশ হওয়ার ক্ষেত্রে একজন গেট কিপার এর মাধ্যমে প্রকাশ হবে, স্ক্রিপ্ট রাইটাররা অশ্লীল কোন সংলাপ বা দৃশ্য লিখা থেকে বিরত থাকবে, সকল সংগঠন একত্রিত হয়ে অশ্লীলতা প্রতিরোধে কাজ করবে।
আলোচনায় উপস্থিত ছিলেন,নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, ডিরেক্টর'স গিল্ডের সভাপতি অনন্ত হীরা, নাট্যকার সংঘের হাছান রশীদ,মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী আরিফুর রহমান,ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নিয়াজ মাহবুব।
এবি/টিএ