জনপ্রিয় কথাসাহিত্যিক কালবেলার স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার ( ১০ ই মার্চ ১৯৪২ - ৮ ই মে ২০২৩) ।
নন্দিত এ লেখক সমরেশ মজুমদার উত্তরাধিকার, কালবেলা,কালপুরুষসহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা আর নেই। সাহিত্য একাডেমি পুরস্কারসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন ।
খ্যাতনামা এই কথাসাহিত্যিকের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। সেখানেই তিনি সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন।
এ ছাড়াও তার সাতকাহন, গর্ভধারিণী, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ অসংখ্য উপন্যাস জনপ্রিয়তা পেয়েছিল। বাংলাদেশ ও ভারতে দুই বাংলাতেই সমরেশ মজুমদার সমান জনপ্রিয় ছিলেন তার ম্যাজিকেল লেখনীর জন্য।
এবি/টিএ