ই-পেপার শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ দিনব্যাপী আলপনা অংকন কর্মশালার উদ্বোধন

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৯:১০

আলপনা বা আল্‌পনা বা আলিপনা হল লেপন করে করা কারুকার্য; সাধারণত একটি বা দুটি রঙের সহজ বিমূর্ত রেখাচিত্র। উৎসবে বাড়ির চৌকাঠে-আঙিনায়, বিয়ের পিঁড়িতে, পূজা মণ্ডপে ইত্যাদি জায়গায় সাদা আলপনার খুব চল আছে অনেক আগে থেকে। এটি মূলত ক্ষণস্থায়ী লোকশিল্প। সমাজজীবনে প্রচলিত নানাবিধ অনুষ্ঠান ও গৃহসজ্জার জন্য আলপনা অঙ্কন করা হয়। এখনো সাধারণত বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখে গ্রামীণ গৃহসজ্জায় নান্দনিকতা প্রকাশে আলপনা লেপন করা হয়ে থাকে।

বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী আলপনা অংকন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মশালা। আজ রোববার প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Indian Pakur

আলপনা বাঙালি পরিচয়ের সন্ধানে শীর্ষক এ আয়োজনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালির হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের আত্মপরিচয় আছে, সেই জায়গাটি আরো শক্ত ভিত্তিতে তৈরী করে দিয়েছেন আমাদের শহীদরা। আমরা সব বাঙালি একই পরিবারের সদস্য। বাঙালির ইতিহাস ঐতিহ্যের লোকধারার সেই নান্দনিকতা প্রকাশেরই অন্যতম মাধ্যম এই আলপনা। নান্দনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই আলপনা অঙ্কন কর্মশালার আয়োজন বলে জানান একাডেমির মহাপরিচালক।

এর আগে আলপনা কর্মশালা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম মিনি। কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরের জেলা থেকে ৫০ প্রশিক্ষণার্থী অংশ নিয়েছে। রাজবাড়ি থেকে আগত প্রশিক্ষণার্থী মুন্নি আখতার নিজের অনুভুতির কথা ব্যক্ত করেন।

পরে বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত সচিব সালাহ উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, আমাদের নিজস্ব শিল্পকলা মাধ্যম, আলপনাকে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা বা পরিচিত করানোর পাশাপাশি এটা নিয়ে যে প্রকাশনা বের হতে যাচ্ছে এটা

শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী উদ্যোগ। মেহেদি হিসেবে আলপনার প্রচলন ঘরে ঘরে থাকলেও এই আয়োজনের মাধ্যমে গৃহ সজ্জা বা বাঙালির উৎসব আয়োজনে আলপনার নান্দনিক প্রচার সারা দেশে ছড়িয়ে পড়ুক। শিল্পকলা বরাবরই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে, আলপনার বিষয়টিও শিল্পকলার মাধ্যমে আরো বিস্তার ঘটবে বলেও মত ব্যক্ত করেন তিনি।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক রেজাউল হাশেম রাশেদ। কর্মশালা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কর্মশালায় অংশ নেয়া ৫০ জন শিক্ষার্থীদের সকলকেই সনদপত্র প্রদান করা হবে। পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তিতে আলপনা কর্মশালার আনুষ্ঠানিক সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।

এবি/ জিয়া

সংস্কৃতিখাতে ৭ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেটের কমপক্ষে

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের আধুনিক চিত্রকলা বিকাশে যে কয়জন শিল্পী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম শিল্পাচার্য জয়নুল

সাহিত্যে মুক্তিযুদ্ধের প্রতিফলন

যথার্থ অর্থে আমাদের সাহিত্যে বাঙালির মুক্তির স্বপ্ন রূপায়িত হয় ১৯৪৭ পরবর্তী সাহিত্যের ভেতর। ১৯৫২ থেকে

১১ জ্যৈষ্ঠ: সৃষ্টি সুখের উল্লাসে মুখর দিন

তার যে আকাঙ্ক্ষা আজও বাংলাদেশ পূরণ করতে পারেনি, তা হলো সমাজে এখনও প্রবলভাবে বিরাজমান সাম্প্রদায়িকতা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

জাপানে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা

বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপ্রতি

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট

কৃষি গুচ্ছের আবেদন শুরু আজ

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফদের বেতন কত

রাজবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাপদাহে পরীক্ষার হলে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

কুবিকে অস্থিতিশীল করছেন হত্যা, ধর্ষণ মামলার আসামি রেজা-ই-এলাহি

লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

হলের আবাসিক সিট বুঝিয়ে দিতে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীর উকিল নোটিশ

মাঠের ছেলে মাঠে ফিরেছেন সাকিব

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি

ছোট পর্দায় আজকের যত খেলা

নিয়ন্ত্রণে নেই অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি