তোমাকে দিয়ে শুরু কবিতা আমার
শেষের পাতায়ও তুমি।
মাঝখানে কিছু এলোমেলো অভিমান
আর ছোট ছোট পাগলামি।
তোমার নীরবতায় এলোমেলো
আমার কবিতার অন্তমিল,
বিরহে তোমার মলিন আমার
মনের মধ্যাকাশের নীল।
কল্পনাতে শুধু তুমি আছো,
আমার স্বপ্নগুলোও তোমায় ঘিরে,
তোমার জন্য নির্ঘুম রাত্রি জাগা,
তোমার আবাস আমার হৃদয়নীড়ে।
তোমাকে সঁপেছি হাজার বিকেল
আর শুভ্র মেঘের ভেলা,
আমার স্বপ্ন নীড়ে আসবে কবে
ছড়িয়ে তোমার নীল জোছনার মেলা।