সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নে নতুন রানি রায়বাকিনা
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রচিত হলো নতুন ইতিহাস। শ্বাসরুদ্ধকর ফাইনালে আরিনা সাবালেঙ্কার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন এলিনা রায়বানিকা। শনিবার নারী এককের ফাইনালে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন কাজাখস্তানের এই তারকা।