ঘরের মাঠে হোঁচট খেল লিভারপুল
বল দখলে তো বটেই, আক্রমণেও একচেটিয়া আধিপত্য করল লিভারপুল। কিন্তু ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারলেন না উগো একিটিকে ও ফ্লোহিয়ান ভিয়েৎসরা। ফলে দুর্বল লিডস ইউনাইটেডের বিপক্ষে আবার পয়েন্ট হারিয়ে নতুন বছর শুরু হলো আর্না স্লটের দলের।
বৃহস্পতিবার রাতে