রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও পাহাড়ধসের আশঙ্কা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, পাহাড়ধসের শঙ্কা।

সোমবার (৭ জুলাই) বিকেলে আবহাওয়া দফতর এ তথ্য জানায়।
 
সতর্ক বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

পাহাড়ধসের শঙ্কা
এদিকে সামুদ্রিক সতর্ক বার্তায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 
অতিভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ধসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

আমার বার্তা/এল/এমই