৩০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ● ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ● ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮৬৪ - অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯১৮ - হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
১৯১৮ - অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯২২ - ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
১৯৪৫ - ভারত জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ - স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৭৩ - কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যাবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৮২ - পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।
১৯৮৩ - পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যুবরণ করে।
১৯৯১ - মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্ট দ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি, আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৯২ - পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
২০১১ - দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৩৫ - জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী।
১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি।
১৮৭৩ - হ্যারি ফস্টার, ইংরেজ প্রথমশ্রেণির ক্রিকেটার।
১৮৮৭ - সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার।
১৮৯৫ - গারহার্ড ডোমাগ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও জীবাণুবিদ।
১৮৯৫ - ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।
১৮৯৬ - রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার।
১৯০০ - রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।
১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশি কবি ও সাহিত্যিক।
১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।
১৯০৮ - পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার।
১৯০৯ - হোমি জাহাঙ্গীর ভাবা, ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।
১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।
১৯২৮ - ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।
১৯৩২ - বরুণ দে, বাঙালি ভারতীয় ইতিহাসবিদ।
১৯৩৩ - দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার।
১৯৩৯ - লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
১৯৪১ - টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৪৬ - বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।
১৯৪৭ - বিক্রম গোখলে, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা।
১৯৪৮ - ঋতু নন্দা, ভারতীয় ব্যবসায়ী।
১৯৪৯ - প্রমোদ মহাজন, ভারতীয় রাজনীতিবিদ।
১৯৫৮ - অভিজিৎ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় গায়ক।
১৯৫৮ - ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় সাহিত্যিক।
১৯৬০ - দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৬২ - কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৬৩ - মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশি শিশুসাহিত্যিক।
১৯৬৫ - পল্লবী চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী।
১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী।
১৯৭৪ - মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।
১৯৭৭ - দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৮৮ - জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৯১ - শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৯২- ক্যামিলা সিলভা, চিলির টেনিস খেলোয়াড়।
১৯৯২ - ম্যাট পার্সেল, অস্ট্রেলিয়ান রাগবি লীগের খেলোয়াড়।
১৯৯৩ - অদিতি রাঠোর, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।
১৯৯৮ - অনন্যা পাণ্ডে, ভারতীয় বলিউড অভিনেত্রী।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৫০১ - উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।
১৬২৬ - ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৭৭৫ - তুর্কি সুলতান তৃতীয় ওসমান।
১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা।
১৮৯৩ - জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
১৯১০ - অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী।
১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনাকর্মকর্তা।
১৯৬১ - লুইজি ইনাউডি, ইতালীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।
১৯৬৮ - কনরাড রিখটার, মার্কিন ঔপন্যাসিক।
১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৭৪ - বেগম আখতার, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের স্বনামধন্য গায়িকা।
১৯৭৫ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্যব্যক্তিত্ব।
১৯৯২ - জোয়ান মিচেল, আমেরিকান চিত্রশিল্পী।
২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী।
২০১০ - হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

আমার বার্তা/এমই