কুমিল্লায় সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট বিঘ্নিত

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১১:২৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

কুমিল্লায় সমাবেশস্থলে মোবাইলে ইন্টারনেট সেবায় বিঘ্ন হচ্ছে। এতে সংবাদকর্মীদের কাজে সমস্যা হচ্ছে। একাধিক সংবাদকর্মী জানিয়েছেন, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছিলো বলে খবর পেয়েছিলাম। এখানেও একই অবস্থা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশে দলে দলে আসছেন দলটির নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল টাউন হল মাঠ।

এ সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছি।

সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়, তবে নির্ধারিত সময়ে সেটি শুরু হয়নি। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সমাবেশ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। এর আগে শুক্রবার রাতেই সমাবেশস্থল ঘুরে দেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টায় তার সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

এবি/ওজি