ওভালে কালো ব্যাজ হাতে কোহলি-স্মিথরা

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ

  ক্রিয়া ডেস্ক

ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে ভারত। ম্যাচের শুরুতে ১০০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে অজি ব্যাটাররা। এর আগে দু’দলের খেলোয়াড়রাই হাতে কালো ব্যাজ পড়ে মাঠে নেমেছেন, যা নিয়ে চলছে বেশ আলোচনা।

এমন সিদ্ধান্ত আগে থেকে নেয়া না হলেও, ম্যাচ শুরুর আগমুহূর্তে এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর দুই দলের ক্রিকেটার কালো ব্যাজ পরে মাঠে নামে। 

হঠাৎ কী কারণে দুই দলের খেলোয়াড়েরা কালো ব্যাজ পরে মাঠে নামেন সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট ভক্তদের মনে। ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জাতীয় সংগীত গাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর পর ঘোষণা আসে, কালো ব্যাজ পরার।

মূলত কয়েক দিন আগে ভারতের প্রদেশ ওড়িশায় মারাত্মক ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান প্রদর্শনে কালো ব্যাজ বা আর্মব্যান্ড পরেন রোহিত শর্মা-প্যাট ক্যামিন্সরা। 

শুক্রবার (২ জুন) ওড়িশার বালাসোর জেলায় তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। যা ভারতের রেল ইতিহাসে ভয়ংকরতম দুর্ঘটনা। 

কালো ব্যাজ পরে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তারা ভারতের জাতীয় সংগীত গাওয়ার এক ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছে, ‘ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণে নীরবতা পালন। তাদের প্রতি সংহতি প্রকাশে টিম ইন্ডিয়া কালো ব্যাজ পরেছে।’

এবি/আরআই