টেস্টে সায় দিয়েছেন মঈন আলী!

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৪০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ছবি- সংগৃহীত

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে মঈনকে টেস্ট দলে ফেরার প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তাতে সায় দিয়েছেন মঈন। 

তিনি জানান, ম্যাককালামের সঙ্গে কথা হয়েছে আমার। আমাকে টেস্ট দলে চান তিনি। আমাকে ডাকলে আবারও টেস্ট খেলব। 

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগী হতেই টেস্ট ছেড়েছিলেন মঈন। তবে সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলে হাওয়া বদল হয়েছে। অধিনায়ক-কোচ, ম্যানেজমেন্ট সবই বদলে গেছে। 

টেস্টের কোচ ম্যাককালাম, আবারও মঈনকে দলে চান। এজন্য মঈনকে প্রস্তাবও দিয়েছেন তিনি। গার্ডিয়ান নিউজকে মঈন বলেন, ‘বাজ (ম্যাককালাম) আমাকে বার্তা পাঠিয়েছিল। সে জানতে চেয়েছিল আমি খেলতে চাই কি-না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার সঙ্গে খেলেছি আমি। তার কাজের ধরনটা আমি উপভোগ করেছি।’

ম্যাককালামের প্রস্তাবে দলে ফেরার ইঙ্গিতও দিয়েছেন মঈন, ‘আমরা কথাবার্তা বলেছি এবং ভবিষ্যতে কোনও সিরিজে সুযোগ এলে, আমি খেলতে চাই কি-না জানতে চেয়েছেন কোচ। আমি বলেছি, আমাকে সেই সময় ডাক দিও। আমরা আলোচনা করবো। আমার দরজা এখনও খোলাই আছে।’

গেল দুই বছরে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পারফরমেন্স নিম্নমুখী। তবে নতুন কোচ ও অধিনায়কের অধীনে ইংল্যান্ড পাল্টে যাবে বলে জানান মঈন। তিনি বলেন, ‘যদিও ক্রিস সিলভারউডের প্রধান কোচের চাকরি যাওয়া এবং জো রুটের অধিনায়কত্ব ছেড়ে দেয়াটা হতাশাজনক, তবে নতুন অধ্যায়ের শুরুতে কিন্তু সব সময়ই উচ্ছ্বাস থাকে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলে ২৯১৪ রান ও ১৯৫টি উইকেট নিয়েছেন মঈন।

এবি/ওজি