বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে চাওয়া শতাধিক বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এ নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার উদ্বোধন হয়েছে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না পাওয়া নিয়ে আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, ‘এটা তো গতকাল (সোমবার) সিদ্ধান্ত এসেছে, এরপর আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। ওটা ভেতরকার গোপনীয় বিষয় কিন্তু আমরা জানতে চেয়েছি।’
১৯৯৯ থেকে নিয়মিত সব বিশ্বকাপে খেলে আসছে বাংলাদেশ। কিন্তু এর আগে থেকেই বিশ্বকাপ কাভার করছেন বাংলাদেশের সাংবাদিকরা। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ বা সবশেষ ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ না থাকলেও এখানকার সাংবাদিকরা ছিলেন।
সেই কথা মনে করিয়ে দিয়ে আমজাদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (দেশ) অংশগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি, তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে কাভার করতে গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে।’
বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করলেও সেটা গ্রহণ করা হয়নি। সোমবার দুপুরের পর থেকে ফিরতি মেইলে প্রত্যেকের আবেদন প্রত্যাখ্যানের খবর জানায় আইসিসি।
আমজাদ হোসেন এই বিষয়ে জানান, ‘পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি, গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’
বাংলাদেশ দলের বিশ্বকাপে না খেলার সঙ্গে সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশনের বিষয়টি না মেলানোর কথা বলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি নিরাপত্তা ইস্যুতে যে একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারবো না, এমন নয় পুরো বিশ্বকাপেই খেলবো না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, যা পূরণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’
আমার বার্তা/এমই
