টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিপিএলে আগেই ফাইনালে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে তারা। তারা কোন দলকে সেই ম্যাচে পাচ্ছে, তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পর। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রাজশাহী ও সিলেট টাইটান্স।

দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী ও সিলেট। এই আসরে দুইবারের দেখাতেই রাজশাহী সিলেটকে হারিয়েছে। এই ম্যাচে টস জিতে সিলেট বোলিং নিয়েছে। আগে ব্যাটিং করবে রাজশাহী।

প্লে-অফের প্রথম দিনে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলে ক্রিস ওকসের ছক্কায় শ্বাসরুদ্ধকর জয় পায় সিলেট। আরেক ম্যাচে চট্টগ্রামের কাছে শেষ ওভারে হার মানে রাজশাহী। ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে রাজশাহী টেনেছে কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড তারকার সঙ্গে তার সতীর্থ জেমস নিশাম আছেন। আরেক বিদেশি তারকা সাহিবজাদা ফারহান ও বিনুরা ফার্নান্ডো।

রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, জেমস নিশাম, এসএম মেহরব, তানজিম হাসান সাকিব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, মোহাম্মদ রুবেল।

সিলেট একাদশ: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সালমান ইরশাদ।


আমার বার্তা/এমই