শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গতকাল পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। আজ নারী দলও জয় পেয়েছে। প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন সাবিনারা।
শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। দুই গোলের লিড পেয়ে যায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই। পরবর্তীতে অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করে খেলায় সমতা আনেন। কৃষ্ণা রাণী সরকার দুই গোলেরই যোগানদাতা ছিলেন।
বিরতির পর আর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। সাবিনার কর্ণার থেকে সুমাইয়ার জোড়ালো শটে বাংলাদেশ লিড পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরো তিন গোল আদায় করে বাংলাদেশ। সাবিনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোল করেন। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।
সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট পেয়েছে। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। পুরুষ দলের সংগ্রহ চার ম্যাচে সাত পয়েন্ট।
আমার বার্তা/জেএইচ
