বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিন-রাত যেন এক হয়ে গেছে। বিশ্বকাপে দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি প্রায় ২৪ ঘণ্টা ব্যস্ত থাকছেন, বিভিন্ন টাইমজোনে থাকা ক্রিকেট বোর্ডের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগে।
বুলবুল দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, তাই অধিকাংশ পূর্ণ সদস্য দেশের সঙ্গে তার পূর্ব পরিচয় এবং বোঝাপড়া রয়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে তিনি সমমনা দেশগুলোর সমর্থন পেতে চেষ্টা করছেন। বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিকল্পের দিকে ধাবিত করা হলেও, নিরাপত্তার কারণে ভারতের পক্ষ থেকে চাপ থাকায় বাংলাদেশের দাবি উপেক্ষা হতে পারে।
বিসিবি সূত্র জানায়, আজকের মধ্যে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে, ডেডলাইন সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও গতকাল একবার পুনর্ব্যক্ত করেছেন, “আমরা যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপের মাধ্যমে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।”
আইসিসির ভারতের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে বিসিবি সতর্ক। আসিফ নজরুল বলেন, “যদি আইসিসি ভারতীয় বোর্ডের চাপে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।”
অন্যদিকে, বাংলাদেশ দলের ক্রিকেটাররাও অনিশ্চয়তার মুখোমুখি। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, “যে ১৫ জন বিশ্বকাপে যাবে তারা এখনো জানে না কোন দেশে খেলা হবে বা কোন দলের বিপক্ষে।”
আইসিসি নিরাপত্তা নিয়ে পুনরায় বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছে, যেখানে ভারতের সর্বোচ্চ ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার প্রস্তাব রয়েছে। কিন্তু বিসিবি এখনও ভারতে খেলার জন্য রাজি নয়।
এছাড়াও বিসিবি এক তথ্য জানিয়েছে যে, আইসিসির সদর দপ্তরের ৭৬ জন কর্মীর ৫৮ জন ভারতীয়। শীর্ষ পর্যায়ের পদে ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাবকে দৃঢ় করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদি আইসিসির সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে না হয়, বিসিবি আইনগত পথে যাওয়ারও প্রস্তুতি রাখছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত (ক্যাস) পর্যন্ত যেতে পারে। বিসিবির এক পরিচালকের মন্তব্য, “প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের দেশের স্বার্থই আমাদের প্রথম, বিশ্বকাপে অংশগ্রহণ নয়।”
