বিপিএল টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে যেভাবে
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিপিএল ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি থেকে। কিন্তু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের ম্যাচ বয়কট করার কারণে সেদিন একটা ম্যাচও মাঠে গড়ায়নি।
দর্শকরা অবশ্য মাঠে এসেছিলেন। তবে কোনো ম্যাচ না হওয়ার ফলে দর্শকরা ম্যাচ না দেখেই বাড়ি ফিরতে হয়েছে। তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ১৫ জানুয়ারির খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিসিবি জানায়, টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে অফিসিয়াল টিকিটিং চ্যানেলের মাধ্যমে। এর জন্য gobcbticket.com.bd ওয়েবসাইট ব্যবহার করা যাবে। দর্শকেরা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরেও যোগাযোগ করতে পারবেন।
বোর্ড আরও জানায়, ১৬ জানুয়ারির নির্ধারিত ম্যাচের টিকিট বাতিল হয়নি। এই টিকিটগুলো পুনর্নির্ধারিত ম্যাচেও ব্যবহার করা যাবে।
এদিকে শুক্রবারের ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বিসিবি।
আমার বার্তা/এল/এমই
