আজ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নানা বিতর্ক ও সমালোচনার মাঝেই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও সীমিত পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। দিনের সূচিতে থাকা দুই ম্যাচের আগে পৃথকভাবে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। বিকেল ৩টায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
রাজশাহী–সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। দিনের সূচনা হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সংগীত। উদ্বোধন ঘোষণার সময় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনের কথাও জানানো হয়েছে।
প্রথম ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। সেখানে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটের এ আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।
আমার বার্তা/এল/এমই
