চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ গিল

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২০ ডিসেম্বর) দল ঘোষণার লক্ষ্যে বৈঠকে বসে অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও।

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন নির্বাচকরা। দলে জায়গা হয়নি শুভমান গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। গিলের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিষাণের দলে ঢোকা।

১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় গিল বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। এবারের বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। বিশ্বকাপের এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। 

বিশ্বকাপের দল : সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সানজু স্যামসন, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান। 


আমার বার্তা/এমই