ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি করেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়রা ৪৫৭ রান তুলতেই পঞ্চম দিনের শেষ এবং ম্যাচ ড্র হয়ে যায়। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট হলো একপেশে। চোটে জর্জরিত পেস বিভাগ নিয়েই স্বাগতিকরা ম্যাচের দখল নিয়েছে। জ্যাকব ডাফির ৫ উইকেট শিকারের সুবাদে ৯ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।
স্বাগতিক পেসারদের দাপটে মাত্র তিন দিনেই শেষ হয়েছে ওয়েলিংটন টেস্ট। ২ উইকেটে ৩২ রান নিয়ে আজ (শুক্রবার) তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও তারা ৪১ রানে পিছিয়ে। প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখানো দলটি আজ ৩৬.২ ওভারে ৯৬ রান তুলতে বাকি ৮ উইকেট হারায়। প্রথম ইনিংসে টম ল্যাথামের দল ৭৫ রানের লিড নিয়েছিল। ফলে উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যাওয়ায় কিউইদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৫৪ রানের। এক উইকেট হারিয়ে সেই গন্তব্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
দ্রুতগতিতে রান তুলে ডেভন কনওয়ে ২৮ এবং কেইন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯ রানে আউট হন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ক্যারিবীয়দের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২০৫ রানে অলআউট হয়েছিল। ৪ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া ব্লেয়ার টিকনার ওই ইনিংসও পুরো শেষ করতে পারেননি। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি কাঁধের ইনজুরিতে পড়েন। ফলে একজন কম নিয়েই ওই ইনিংসে ব্যাটিং এবং বোলিং আক্রমণ সাজাতে হয় কিউইদের।
এদিকে, নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৭৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা (ডিক্লেয়ার) করে। ক্যারিবীয়দের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ৭৫ রানের। তাদের পক্ষে মিচেল হেই সর্বোচ্চ ৬১ এবং কনওয়ে ৬০ রান করেন। বিপরীতে উইন্ডিজ পেসার অ্যান্ডার ফিলিপ ৩ ও কেমার রোচ নেন ৩ উইকেট। কিউইদের লিড আরও বড় হতে না দিলেও উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ফের বড় বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ২৫ রানে জন ক্যাম্পবেল ও ফিলিপের উইকেট হারায় তারা।
আজ তৃতীয় দিনে বাকি ব্যাটাররা টিকলেন মাত্র ২৬.৫ ওভার। দলীয় খাতায় যোগ হয় ৯৬ রান। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান এসেছে কাভেম হজের ব্যাটে। এ ছাড়া জাস্টিন গ্রিভস ২৫ ও ব্রেন্ডন কিং ২২ রান করেন। ৩৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি। যা তার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। এ ছাড়া মাইকেল রাই ৩ ও জ্যাক ফকস নেন এক উইকেট।
ব্যাটিং বিপর্যয়ের খেসারত তো দিতেই হবে। কিউইদের মাত্র ৫৩ রানের লক্ষ্য দেওয়ার পর ক্যারিবীয়দের হার দিয়ে মাত্র তিন দিনেই দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
