চমক রেখে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঘরের মাঠে আইরিশদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দল ঘোষণা করেছেন বিসিবি।

সবশেষ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়ায় হয়েছে। তাদের জায়গায় নেওয়া হয়েছে সাইফউদ্দিন ও অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে। সাইফউদ্দিন ফিরলেও এবারো নেই সৌম্য সরকার।

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

আমার বার্তা/এমই