বিপিএলের নিলামে কেমন হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মূল্য
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৫:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফিরছে প্লেয়ারদের নিলাম পদ্ধতি। দীর্ঘ এক যুগ পর আবারও বিডিংয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে দেখা যাবে। এবার জানা গেল যে পদ্ধতির মধ্যে দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে হবে।
নিলামে প্লেয়ারদের নাম তোলা হলে কোনো প্লেয়ারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে বাংলাদেশি টাকায়। বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে। সব দলকে নির্ধারিত একটি খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।
দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ ’ থেকে শুরু করে ‘এফ’ ক্যাটাগরি পর্যন্ত রয়েছে। ৩ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ ৫০ লাখ টাকা। এফ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১১ লাখ টাকা। এ ক্যাটাগরির প্রতি বিডে ৫ লাখ করে বাড়বে প্লেয়ারদের মূল্য। যা ধীরে ধীরে বাকি ক্যাটাগরিতে যথাক্রমে ৩ লাখ, ১ লাখ, ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার করে বাড়বে।
নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন ১৩ জন দেশি ক্রিকেটার নিতে হবে। সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে ৪ কোটি টাকা। সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার দলে রাখা যাবে। নিলামের আগে ২ জন দেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশিদের ক্ষেত্রেও ডিরেক্ট সাইনিংয়ে ২ জনকে দলে নেওয়ার সুযোগ থাকছে।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে সর্বনিম্ন ১০ হাজার ডলার পর্যন্ত আছে। ক্যাটাগরিভেদে প্রতি বিডে প্লেয়ারদের দাম বাড়বে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার ডলার করে।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি প্রতি ব্যয়ের সীমা সাড়ে ৩ লাখ ডলার। এর মধ্যে নিলামের আগে-পরে ২ জন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভূক্ত। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন দুইজন বিদেশি ক্রিকেটার নিতে হবে।
সর্বনিন্ম ১৩ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার নিয়ে দল সাজাতে হবে দলগুলোকে। এছাড়া নিলামের আগে সর্বোচ্চ ২ জন দেশি এবং ২ জন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাদশ নির্বাচনের ক্ষেত্রে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলাতে পারবে দলগুলো। সাথে রিজার্ভ ক্রিকেটারসহ ২২ জনের স্কোয়াড রাখা যাবে। সাপোর্ট স্টাফের জন্য সর্বোচ্চ ১২ জন টিম অফিশিয়ালকে নিবন্ধন করাতে পারবে দলগুলো।
প্লেয়ারদের সাথে চুক্তির সময়েই ২৫% পারিশ্রমিক দিয়ে দিতে হবে। ৫০% পারিশ্রমিক দিতে হবে লিগ পর্বের খেলা শেষের আগে। বাকি ২৫% পারিশ্রমিক বিপিএল শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে দিতে হবে। নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলগুলো নিজেদের স্কোয়াড জমা দিতে হবে।
আমার বার্তা/এমই
