আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

হাসান মাহমুদ প্রথম টেস্টের প্রথম ওভারেই আউট করেন অ্যান্ডি বালবির্নিকে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে আয়ারল্যান্ড অধিনায়ক মাঠ ছাড়লেন। রানের খাতা খুলতে পারেননি তিনি। ইনিংসের চতুর্থ বলে বাংলাদেশের আপিলে আম্পায়ার আউট দেন।

দলীয় রানের খাতা না খুলতেই আয়ারল্যান্ড তাদের প্রথম উইকেট হারায়। তবে আউটের সময় অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। 

রিভিউ নেন বালবির্নি। কিন্তু আল্ট্রা এজে ব্যাট ও বলের মধ্যে দূরত্ব দৃশ্যমান থাকলেও দেখাচ্ছিল স্পাইক। চোখের দেখা থেকে আম্পায়ার দৃঢ় কণ্ঠে জানান, বল কোনোভাবেই ব্যাটে লাগেনি। ইম্প্যাক্টে আম্পায়ার্স কল হওয়ায় আউট হন বালবির্নি।