ই-পেপার রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সড়ক দুর্ঘটনায় ভারতের ত্রিপুরার সাবেক ক্রিকেটারের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০২ নভেম্বর ২০২৫, ১৭:০২

ত্রিপুরার সাবেক ক্রিকেটার ও রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বণিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা, মা ও এক ভাই রেখে গেছেন বলে পিটিআই জানিয়েছে।

২০০১-০২ মৌসুমে ত্রিপুরার হয়ে রনজি ট্রফিতে অভিষেক হয় রাজেশ বণিকের। সে সময় তিনি রাজ্যের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন এবং পরে ত্রিপুরা অনূর্ধ্ব-১৬ দলে নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর জন্ম নেয়া বণিক ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অনিয়মিতভাবে লেগ স্পিন বোলিংও করতেন। ত্রিপুরার হয়ে মোট ৪২টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলে ১৯.৩২ গড়ে করেছেন ১৪৬৯ রান। এছাড়াও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৭৮ রান এবং ১৮টি টি২০ ম্যাচে ২০৩ রান করেছেন তিনি। ২০০১-০২ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত তিনি ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন।

সমসাময়িক ক্রিকেটার হিসেবে ইরফান পাঠান ও আম্বাতি রাইডুর মতো জাতীয় দলের তারকাদেরও সতীর্থ হিসেবে খেলেছেন বণিক। ২০০০ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে তিনি ভারতের অনূর্ধ্ব-১৫ দলে ছিলেন, যেখানে পাঠান ও রায়ডু ছিলেন তার সহখেলোয়াড়। একই বছর তিনি ভারত অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন।

রাজেশ বণিক ত্রিপুরার হয়ে বহু বয়সভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিয়েছেন—যেমন বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সি কে নাইডু ট্রফি, এম এ চিদাম্বরম ট্রফি, বুচি বাবু ইনভাইটেশনাল, অনূর্ধ্ব-১৯ কুচবিহার ট্রফি এবং জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্ট।

এই মুহূর্তে আগরতলায় বাংলার বিপক্ষে রণজি ট্রফির ম্যাচ খেলছে ত্রিপুরার সিনিয়র পুরুষ দল। তারা রাজেশ বণিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন। টিসিএ সদর দফতরেও শনিবার এই প্রাক্তন ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আমার বার্তা/এল/এমই

সোহান-শরিফুলের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

সদ্য সসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩ মাস আগে অবসরে কিউই তারকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ফরম্যাটটিতে দেখা যায়নি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। ফলে

বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতল পাকিস্তান

বড় হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল পাকিস্তান। সেখান থেকে

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

মাস তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান

জনমনে প্রশ্ন বাড়ছে-যথাসময় কি নির্বাচন হবে: তারেক রহমান

ভারতীয়কে পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা বিএসএফের

মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার চৌধুরী ইশরাক সিদ্দিকীর নদীপথে গণসংযোগ

বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস

ক্যানসার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বায়ুদূষণ রোধে সব সংস্থাকে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

তাড়াহুড়োর মাধ্যমে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায় কমিশন: ছাত্রদল

অক্টোবর মাসে প্রবাসীরা পাঠালেন ৩০ হাজার ৭৬২ কোটি টাকা

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ২০০ জনের বিরুদ্ধে মামলা

সোহান-শরিফুলের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

বিকট শব্দ ও উচ্চগতিতে চলছিল মোটরসাইকেল রেস, দুর্ঘটনায় যুবক নিহত

চলন বিলে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

তৃতীয় ধাপের হালনাগাদে ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ: ইসি সচিব

প্রাণীকে গবেষণার জন্য বাইরে পাঠানো হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

সামরিক চ্যানেল পুনরায় চালুর সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র-চীন

জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সরকারী সেবা খাতে ঘুষ ছাড়া ফাইল নড়ে না

শরীয়তপুরে শতাধিক হাতবোমার বিস্ফোরণে কেঁপে উঠলো পুরো এলাকা