বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছে। বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে গতকাল (৩০ অক্টোবর) সারাদিন এবং আজ সকালে হওয়া টানা বৃষ্টিপাতের কারণে আউটফিল্ড খেলার উপযোগী করা সম্ভব হয়নি। আর সে কারণেই পরিত্যক্ত হয়েছে ম্যাচ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো নয়। বৃষ্টি হলে এখানে ম্যাচ মাঠে গড়ানো জটিলতা দেখা দেয়। বৃষ্টির কারণে সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টির একটি ম্যাচও এখানে আয়োজন করা সম্ভব হয়নি।
বৃষ্টিতে এই ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ডিএলএস মেথডে আফগানিস্তানকে ৫ রানে হারিয়েছে যুবা টাইগাররা। শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানরা। জবাব দিতে নেমে ৪৬ ওভারে ২৩১ রান করে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে শেষ ৪ ওভার খেলা না হওয়ায় ডিএলএস মেথডে জয় পেয়ে যায় বাংলাদেশ।
আমার বার্তা/এল/এমই
