বিপিএলের দায়িত্বে বুলবুল, ক্রিকেট অপারেশন্সে ফাহিম

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

 

চলুন দেখে নেওয়া যাক কে কোন কমিটির দায়িত্ব পেল—

ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেট অপারেশন্স- নাজমুল আবেদীন ফাহিম।

বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) ও  ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)।

ফাইন্যান্স কমিটি- নাজমুল ইসলাম (চেয়ারম্যান) ও আমজাদ হোসেন ( ভাইস চেয়ারম্যান)।

হাইপারফরম্যান্স- খালেদ মাসুদ পাইলট।

আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান মিঠু।

ডিসিপ্লিনারি- ফাইজুর রহমান মিতু।

গেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদিক।

টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি- আসিফ আকবর।

গ্রাউন্ডস কমিটি- বুলবুল- রাহাত শামস।

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট- শানিয়ান তানিম।

মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল- সাখাওয়াত হোসেন।

মেডিক্যাল কমিটি- মনজুর আলম।

টেন্ডার অ্যান্ড পারচেজ- আবুল বাশার (চেয়ারম্যান) ও হাসানুজ্জামান ( ভাইস চেয়ারম্যান)।

মিডিয়া- আমজাদ হোসেন।

অডিট- মুখলেছুর রহমান খান।

উইমেন্স উইং- আব্দুর রাজ্জাক।

লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল- ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

সিকিউরিটি কমিটি- মেহেরাব আলম চৌধুরী।

সিসিডিএম- আদনান রহমান দীপন (চেয়ারম্যান) ও ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান)।

ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি- জুলফিকুর আলি খান।

বাংলাদেশ টাইগার্স- রাহাত শামস।

ওয়েলফেয়ার কমিটি- মোকছেদুল কামাল।

 


আমার বার্তা/এমই