টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। তবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। বিশ্বকাপে জিম্বাবুয়ের জায়গা করে নেয়ার দিন আবারও স্বপ্নভঙ্গ হলো কেনিয়ার। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা। এরপর আর কখনওই মূল আসরে জায়গা করতে পারেনি।

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। তাতে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

শনিবার (৪ অক্টোবর) ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

এদিকে নামিবিয়া ও জিম্বাবুয়ে ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।

আমার বার্তা/এল/এমই