বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জার্মানি। এই একটি তথ্যই মাঠের ফুটবলে জার্মানদের নাজুক অবস্থা বুঝিয়ে দিতে যথেষ্ট। অথচ একসময় জার্মানি খেলতে নামা মানেই জয় ছিল অনেকটা নিশ্চিত ব্যাপার। হতাশাময় পথচলা থেকে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে আসন্ন বাছাইয়ের দুই ম্যাচে যেকোনো মূল্যে জিততে চান দলটির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান।
আগামী ১০ অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর জার্মানরা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন নাগেলসম্যান। গত মাসে প্রথম দেখায় এই নর্দান আয়ারল্যান্ডকেই ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচের হারের পর জয়ে ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে। আর রানার্সআপ দলগুলোকে পেরিয়ে আসতে হবে কঠিন প্লে-অফ পর্ব।
এ কারণে সরাসরি মূল পর্বের টিকেট পেতে পরের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে। সে বিষয় উল্লেখ করে নাগেলসম্যান বলেন, “সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে (আসছে) দুটি ম্যাচেই জিততে হবে। আমরা কয়েকজন খেলোয়াড়কে পাব না। তবুও সাম্প্রতিক সময়ের চেয়ে ভালো পারফরম্যান্স করতে আমাদের স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
চোটের কারণে এবার রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে ফিরে পেয়েছেন নাগেলসম্যান।
স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানরা। ওই ম্যাচের আগে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা। হাতে থাকা অস্ত্র দিয়েই পুরনো হতাশা দূরে ঠেলে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ জার্মানির সামনে।
আমার বার্তা/এল/এমই