আজ এক দিনে দুই ভিন্ন মঞ্চে মাঠে নামছে দুই জাতীয় ক্রিকেট দল
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ এক দিনে দুই ভিন্ন মঞ্চে মাঠে নামছে বাংলাদেশের দুই জাতীয় ক্রিকেট দল-পুরুষ ও নারী দল। পুরুষ দল সংযুক্ত আরব আমিরাতে মোকাবেলা করবে আফগানিস্তানকে আর নারী দল শ্রীলংকার কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে।
আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
অন্যদিকে নারী ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামবে।
শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস, নাগরিক টিভি ও টি স্পোর্টস।
আমার বার্তা/এল/এমই