নারী ওয়ানডে বিশ্বকাপ
ট্রফিকাণ্ডে উত্তেজনার মধ্যেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

এশিয়া কাপের মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল ছাপিয়ে আলোচনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া।
নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। পিসিবি সভাপতিও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেননি। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এসিসি ও আইসিসির মিটিং পর্যন্ত গড়াতে পারে ট্রফি ইস্যু। এর মধ্যেই আবারও মাঠের লড়াইয়ে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে সেটি নারী ক্রিকেটে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।
আগামী ২ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো টুর্নামেন্টের ভেন্যুতে পৌঁছে গেছে। বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান নারী দল। হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান উত্তেজনার নতুন রূপ দেখা গেছে। টুর্নামেন্টে তিনবার দুই দল মুখোমুখি হলেও খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাননি। শুরুটা হয়েছিল গ্রুপপর্বের ম্যাচে। খেলা শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। যা নিয়েও কম বিতর্ক হয়নি।
বিতর্কের আঁচেই নারী বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দল। আসর শুরুর আগে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল তারা করমর্দন করবে কি না। জবাবে হারমানপ্রীত বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো কথা হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি।’ তবে স্পষ্ট কিছু না বললেও বুঝাই যাচ্ছে, এশিয়া কাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে নারী বিশ্বকাপেও।
আমার বার্তা/জেএইচ