ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নেপালের আরেক ইতিহাস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে নেপালের প্রথম জয় আগের ম্যাচেই এসেছে। শারজাতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যে ফ্লুক ছিল না, তার প্রমাণ সোমবার দিয়েছে হিমালয়ের দেশটির ক্রিকেটাররা। ক্যারিবিয়ানরা এবার বড় ব্যবধানে হেরেছে। তাতে এক ম্যাচ আগেই খুইয়েছে সিরিজ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ রানে জেতে নেপাল। সোমবার দ্বিতীয় ম্যাচে আসিফ শেখ আর সন্দ্বীপ জোরার ব্যাটে আসা ১৭৩ রানের সংগ্রহে আসে ৯০ রানের জয়। ক্যারিবিয়ানরা এদিন ৮৩ রানেই সব উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের এই জয়ে সিরিজও হাতে আসে। এটিই প্রথম কোনো সিরিজ যেখানে নেপাল আইসিসির পূর্ণ সদস্যদের হারাল।
শারজায় দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নেপাল। তবে আসিফ শেখ এবং সন্দীপ জোরার ফিফটিতে বড় সংগ্রহ পায়। আসিফ ৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৮ ও সন্দীপ ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রান করেন।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ১৭.১ ওভারে ৮৩ রান করে। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট কুশল ভুর্তেলের।
আমার বার্তা/জেএইচ