বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে যে পরামর্শ দিলেন গম্ভীর

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

এশিয়া কাপের পর্দা নেমেছে গতকাল (২৮ সেপ্টেম্বর), যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফাইনাল শেষে বিসিবি সভাপতির কাছে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে উন্নতির করার কথা। 

ফাইনাল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বুলবুল বলেন, 'একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। মাত্র গৌতম গম্ভীর একটা পরামর্শ দিল আমাকে- আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সাথে একমত।'

ভারত ও পাকিস্তানের কাছে আশা জাগিয়েও হেরে গিয়ে ফাইনালে আর ওঠা হয়নি বাংলাদেশের, 'আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি, শ্রীলঙ্কার সাথেই জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিল। আফসোস নেই। পারফরম্যান্সে আমি গর্বিত।'

তিনি আরও বলেন, 'গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, ইউএই-পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ছাব্বিশের বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।'

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সামনেই। ইউএই সফরে গিয়ে ক্রিকেটারদের সাথে দেখা হয়েছে বুলবুলের, 'এখানে এসেছি কয়েক ঘণ্টার জন্য। আবার চলে যাব। একটু দেখা করেছি খেলোয়াড়দের সাথে। তারা প্রস্তুতি নিচ্ছে।'


আমার বার্তা/জেএইচ